Thursday, May 21, 2015

যারা usb modem দিয়ে ইন্টারনেট চালান আর কতক্ষন পর পর কত মেগা খরচ হল দেখেন তাদের জন্য একটি সফটওয়্যার


গ্রামীনফোন বা অন্য মডেম (not tested) এর জন্য ।
উদ্দেশ্য *566*10#  ,  *222#  এর মত কমান্ড পাঠানো।
আর সবসময় মেগাবাইটের হিসাব রাখা ।

image
https://www.dropbox.com/sh/y63g9i3rjog3xuv/JkdExJjIu5/Modem%20Application.zip
আর চালানোর আগে মডেম এর আসল সফটওয়্যার টাস্কবার থেকে বন্ধ করতে হবে।
পারলে task manager থেকেও  বন্ধ করতে হবে।
আর প্রোগ্রামটা মাঝে মেঝে একাই বন্ধ হয়ে যায় (symbol of poor coding)।
এটা শুধু windows এ চলবে (windows 7,windows 8)
আর windows xp তে কমপক্ষে .net 2 framework install করা থাকতে হবে।

No comments: