আসালামুওয়ালায়কুম বন্ধুরা সবাই কেমন আছেন??
আমি আল্লাহ্ তায়ালার অসীম দয়ায় আমি ভালই আছি।
অনেকদিন পর আমি আবার কিছু লেখতেছি তাই ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
তাহলে চলুন শুরু করি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Visitor, Page, Online User Counter যেটি আপনারা আপনার ব্লগের জন্য ব্যবহার করতে পারবেন।
প্রথমে এই লিংকটিতে চলে যান এবং আপনার ব্লগ এর জন্য একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেন।
অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার ইমেইলটি কনফার্ম করে নেন।
তারপর আপনি আপনার অ্যাকাউন্ট এ লগইন করে নেন।
এইবার আপনি আপনার ব্লগ অথবা ওয়েবসাইট-টি এড করে নেন। তাদের গ্যালারিতে আছে অনেক ধরনের Counter আপনি আপনার পছন্দ মত Counter সিলেক্ট করে নেন।
তারপর এর কোড গুলো আপনার ব্লগে অথবা ওয়েবসাইট-এ দিয়ে দেন। বাছ হয়ে গেল।
ধন্যবাদ।

No comments:
Post a Comment