আপনাদের দেখাবো এন্ড্রএডে কিভাবে ওয়াইফাই এর মাধ্যমে কল ও চ্যাট করা যায়
প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার ডাউনলোড করুন
এবার ডাউনলোড করা সফটওয়্যার টি ২ টি এন্ড্রয়েড ফোনে ইন্সটল করুন। এবার কাজ টাকে দুই ভাগ করলাম
১ম মোবাইল
সেটিং এ যান তারপর নিচের পদ্ধতি অনুসরন করুন
প্রথমে আপনার হটস্পট এর নাম ও পাস দিন তার পর হটস্পট চালু করুন।
২য় মোবাইল
আপনার মোবাইল এর ওয়াইফাই চালু করুন এবং পূর্বের তইরি করা হটস্পট এর সাথে তইরি করুন
শেষ ধাপ
২টি মোবাইল থেকে ইন্সটল করা সফটওয়্যার টি ওপেন করুন
এবার ফোন করার জন্য নিচের চিত্রের মত আইকন এ ক্লিক করুন এবং কল করুন বিনে পয়সায় ।তাছাড়া এর মাধ্যমে আপনি ফাইল ও পাঠাতে পারেন
এভাবে আপনি অনেকগুলো মোবাইল একসাথে সংযোগ দিতে পারবেন ।
কোন সমস্যা থাকলে জানাবেন ধন্যবাদ ।
No comments:
Post a Comment