১লা জুন ঢাকাতে wimax চালু করছে বাংলালায়ন এবং এই বছরের মধ্যেই সব জেলায় আর আগামী বছরের মধ্যে সারা দেশে চলে আসবে। অন্যান্য টেলিকম কোম্পানীর টাওয়ার ব্যবহার করবে বলে কিছুটা তাড়াতাড়ি আসবে বলে আশা করা যাচ্ছে।
বাংলালায়ন এর তথ্য অনুযায়ী 128kbps এর জন্য প্যাকেজগুলো হচ্ছে আনলিমিটেড ৬৯০ টাকা,রাত ১২টা হতে সকাল ৯টা ৩৪৫ টাকা আর সারাদিন ৪৫টাকা তবে অন্য কোন প্যাকেজ এখন পযর্ন্ত প্রকাশ করা হয়নি।
আর মডেমের দাম ৩৫০০ টাকা(Plug & play) ।আশা করা যাচ্ছে খুব ভাল সার্ভিস পাবেন।বর্তমানে banglalion এর website এ রেজিস্টেশন করা যাচ্ছে । রেজিস্টেশন এবং আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment