ভুল ই-মেইল সেন্ড করেছেন কিন্তু ফিরিয়ে আনা দরকার তাহলে টিউনটা আপনার জন্য


আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। প্রচন্ড গরম থেকে আল্লাহ পাক আমাদের উদ্ধার করে রোযার শুরু থেকে আজকের ‍দিন পর্যন্ত এক শীতল পরিবেশের সৃষ্টি করেছেন।

যাই হোক আজকের আমার টিউনের বিষয় হচ্ছে E-mail বা ইলেকট্রনিক মেইল। দেশ থেকে বিদেশে দূর থেকে দূরান্তরে সহজেই বার্তা পাঠানোর এক দূরন্ত ও সহজ বাহক হচ্ছে ই-মেইল। আমরা প্রয়োজনে অনেক সময় বার্তা পাঠিয়ে থাকি। যখন সেন্ড এর নোটফিকেশন আসে তখন নিশ্চিন্ত হই ম্যাসেজটি আমার কাঙ্খিত প্রাপকের নিকট পৌঁছেছে। কিন্তু কোনো কারণে তখনই বা কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো প্রেরিত ম্যাসেজটি ভুল হয়েছে এখন ঠিক করা দরকার কিন্তু ঠিক তো দূরের কথা ম্যাসেজতো সেন্ডই হয়েই গিয়েছে। কী সমস্যায় পরলাম!

কিন্তু চিন্তার কোনো কারণ নেই এর সমাধান আপনি সহজেই করতে পারবেন এজন্য

জিমেইলঃ

  • সেটিং

  • জেনারেল সেটিং

  • Undo Send এ গিয়ে

  • Send cancellation period ৩০ সেকেন্ড দিন

  • তারপর কোথায় কোনো মেইল করলে নিচের মত আসবে

  • কিন্তু আপনাকে ৩০ সেকেন্ডের মধ্যে Undo ক্লিক করতে হবে

  • ৩০ সেকেন্ডের মধ্যে না করলে এটা আর Undo Send করা সম্ভব না

Screenshot_14
তারপর নিচের চিত্রের মত করুন

Screenshot_13অনেকেই হয়তো জানেন তবুও শেয়ার করলাম কারণ আমি এতটুকুই জানি কি আর করবো চেষ্ট করছি নতুন কিছু দেবার হয়ে যাবে আপনাদের সহযোগিতা থাকলে

Post a Comment

0 Comments