● আপনার নিজের নাম দিয়ে স্টাইলিশ সব ডিজাইন তৈরী করুন অনলাইনে !!! খুব কম সময়ে, জামেলা বিহীন

আজ আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যা দ্বারা আপনি অনলাইনে খুব সহজেই নিজের নাম বা প্রিয় শব্দ দ্বারা তৈরী করতে পারবেন দারুন সব ডিজাইন, লোগো, বাটন ইত্যাদি। আকর্ষনীয় সব ফন্ট পাবেন আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য। ইচ্ছেমত সাইজ, কালার ব্যবহার করার সুবিধা আছে। এখানে অনেকটা ফটোশপের মত ডিজাইন করতে পারবেন।
cool name designs
> cooltext.com < সাইট'টি তে সবপ্রর্থম প্রবেশ করুন তারপর পছন্দমত ডিজাইন নিবার্চন করুন। পরবর্তীতে আপনার নাম বা প্রিয় শব্দ টাইপ করুন এবং নিজের ইচ্ছেমত ফন্ট ডিজাইন, সাইজ, কালার, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, ফাইল ফরমেট নির্বাচন করে নিচ থেকে Render Logo তে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। পরবর্তীতে দেখতে পাবেন আপনার তৈরী ডিজাইনটি এবং তা ডাউনলোড করে সিপি তে রাখতে পারেন।
cool name designs
cool art logo

Post a Comment

0 Comments