Tuesday, June 2, 2015

কম্পিউটারকে পকেটে নিয়ে ঘুরবেন স্বপ্নেও কি ভেবেছিলেন? না ভাবলেও আপনাকে অবাক করে দিতে দশটি শক্তিশালী মিনি কম্পিউটার নিয়ে আমার আজকের আয়োজন!

কম্পিউটার যখন প্রথম আবিষ্কার করা হয় তখন সেটা ছিলো একটি দানবীয় যন্ত্র। কোন প্রকার মনিটর ছাড়া শুধু মাত্র সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দখল করে ছিলো একটি বিশাল ক্ষেত্র। কিন্তু সময়ের পরিবর্তন এবং সেই সাথে প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়ন সেই কম্পিউটারকে একটা নোটবুকের আকৃতিতে এনে দিয়েছে। আমরা এতেই মাঝে মাঝে আশ্চর্য হই, চোখ নিজের জায়গা ছেড়ে কপালে উঠে যেতে চায়। তারপরেও প্রযুক্তির এই অগ্রগতি থেমে থাকেনা। প্রযুক্তির এই উন্নতি যেন বৃহৎ কিছুকে নখদর্পনে আনতে ব্যস্ত। তারই ফলশ্রুতিতে বর্তমানে তৈরী হয়েছে রিমুভাল ড্রাইভের মতো কম্পিউটার। যা আজ থেকে ২ বছর আগে তৈরী হওয়া অন্যন্য যেকোন কম্পিউটারের চেয়ে শক্তিশালী। এই ডিভাইসগুলো এতোটাই ছোট যে এগুলো পকেটে পুরে বহন করা যায়। দামে সস্তা, কাজে শতভাগ পারদর্শি এই মিনি কম্পিউটারগুলো তাই বর্তমান প্রযুক্তি প্রেমিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। টেকটিউনস পরিবারকে এই বিষ্ময়কর আবিষ্কারগুলোর স্বাদ উপভোগ করাতেই আমার আজকের আয়োজন। আজ আমরা এরকম দশটি মিনি কম্পিউটার বিষয়ে জানবো সেগুলো কেবল আমরা দেখেই সন্তুষ্ট থাকবো না, খুব সহজেই সেগুলো নিজেদের জন্য ব্যবহারও করতে পারবো। তাহলে আর দেরী কেন?

০১. Hannspree – হ্যানস্প্রি | মূল্য ১৪,০০০ টাকা (প্রায়)

এই কম্পিউটারটি দেখতে একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের চেয়ে সামান্য বড়। ইনটেল কোয়াড কোর Bay Trail Processor এর সাথে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি মিডিয়া স্টোরেজ সমন্বিত এই কম্পিউটারটি খুব দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। সে কারনে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম যুক্ত এই কম্পিউটারটি এখন গ্রাহকদের চাহিদার শীর্ষে অবস্থান করছে। শুধুমাত্র মনিটরের HDMI পোর্ট কিংবা টিভি স্ক্রিনের সাথে যুক্ত করে ব্যক্তিগত কম্পিউটার হিসাবে এটাকে ব্যবহার করা যায়।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Intel Atom Z3735F quad-core
  •    Memory: 4 GB
  •    Space: 32 GB eMMC
  •    Operating System: Windows 8.1 (preinstaled)
  •    Dimensions: 110.9 mm x 38 mm x 9.8 mm

০২. Intel® Compute Stick | মূল্য ১২,০০০৳ (উইন্ডোজ) & ৯,০০০৳ (লিনাক্স)

ইন্টেল কম্পিউটার স্টিক আপনার টিভিকে একটি ফুল কম্পিউটারে রূপান্তরিত করবে। এটা ইন্টেল এটম সিরিজের কোয়াড কোর প্রসেসর চালিত একটি একটি কম্পিউটার। এতে আপনি উইন্ডোজ ৮ কিংবা উবুন্টু ১৪.০৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ ভার্সনে যেখানে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সেখানে লিনাক্স ভার্সনে পাবেন মাত্র ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ সুবিধা। তবে আপনার যদি বেশি জায়গার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র একটি microSD কার্ড ব্যবহার করেই সেই সুবিধা পাবেন। এতে রয়েছে একটি ইউএসবি পোর্ট, সুতরাং আপনি যদি মাউস কিংবা কিবোর্ড ব্যবহার করতে চান তাহলে এখানে একটি হাব সংযুক্ত করলেই কাজ হয়ে যাবে।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor & RAM: Intel® Atom™ Processor Z3735F
  •    Memory: 2 GB (Windows) and 1 GB (Ubuntu)
  •    Space: 32 GB eMMC
  •    Operating System: Windows 8.1 with Bing & Ubuntu 14.04 LTS
  •    Dimensions: 103 mm x 37 mm x 12 mm

০৩. MINIX NEO Z64 | মূল্য ১৩ হাজার টাকা (প্রায়)

MINIX কে তৈরী করা হয়েছে মূলত টিভি বক্সকে একটি কম্পিউটার হিসাবে ব্যবহারের জন্য। এটি উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত যন্ত্র যেটা টিভি বক্সকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে সাহায্য করবে। এতে রয়েছে ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং ৬৪ বিট Intel Z3735F প্রসেসর। এই ছোট ডিভাইস এর সাহায্যে XBMC মিডিয়া সেন্টার সহ আপনি ফুল 1080 HD ভিডিও উপভোগ করতে পারবেন।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Intel Z3735F (64-bit)
  •    Memory: 2 GB
  •    Space: 32 GB eMMC
  •    Operating System: Windows 8.1 with Bing (32-bit)

০৪. Zotac ZBOX PI320 | মূল্য ১৩ হাজার টাকা (প্রায়)

Zotac ZBOX PI320 হলো Zotac Pico mini-PC এর একটি সিরিজ। এটা এতোটাই ছোট যে খুব সহজেই পকেটে নিয়ে সেখানে খুশি সেখানে ঘুরতে পারবেন। এতে রয়েছে ইন্টেল এটোম কোয়াড কোর প্রসেসর এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম যা আপনাকে খুব সহজেই হাই ডেফিনিশন ভিডিও প্লে করতে সাহায্য করবে। প্রিইনস্টল হিসাবে আছে ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ। তবে আপনি চাইলে MicroSD কার্ডের মাধ্যমে এই স্টোরেজ বাড়িয়ে ফেলতে পারবেন।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Intel Atom quad-core
  •    Memory: 2 GB
  •    Space: 32 GB eMMC
  •    Operating System: Windows 8.1
  •    Dimensions: 7.1″ x 7.1″ x 2.3″

০৫. Vensmile iPC002 | মূল্য ৯ হাজার টাকা (প্রায়)

আপনার কি খুবই হালকা এবং পাতলা কম্পিউটার দরকার? তাহলে মাত্র ১০ মিমি প্রস্থ বিশিষ্ট এই কম্পিউটারটি আপনার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট হবে বলে মনে হয়। ইন্টেল কোয়াড কোর Atom Bay Trail প্রসেসর যুক্ত এবং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত এই কম্পিউটারে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি মিডিয়া স্টোরেজ। এতে আরও রয়েছে 3000mAh রিচার্জেবল ব্যটারী, সুতরাং সেখানেই যান পাওয়ার নিয়ে আপাততো চিন্তা করতে হবে না।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Intel Atom Z3735F Quad-core
  •    Memory: 2 GB
  •    Space: 32 GB eMMC
  •    Operating System: Windoes 8.1 with Bing
  •    Dimensions: 151mm x 90mm x 10mm

০৬. Cloudsto X86 Nano Mini PC | মূল্য ১২ হাজার টাকা (প্রায়)

এটা হলো একটি ফ্ল্যাট মিনি পিসি যা জিন্সের ব্যাকপকেটে নিয়ে চলাফেরা করা যায়। এই কম্পিউটারের দুইটা প্রজাতি রয়েছে যাদের একটা হলো উইন্ডোজ ৮.১ এবং অন্যটা যথারীতি উবুন্টু ১৪.০৪। এতে রয়েছে ৩টি ইউএসবি পোর্ট, MicroSD কার্ড স্লট, এবং ৩.৫ মিমি হেডফোন আউটপুট। Intel Atom Z3735F Bay Trail Processor চালিত এই কম্পিউটারে রয়েছে ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ (মেমোরি কার্ড দ্বারা বাড়ানো যাবে), এবং 3000 mAh ব্যাটারি যার দ্বারা আপনি স্মার্টফোনকেও চার্জ করতে পারবেন।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Intel Atom Z3735F Quad-core
  •    Memory: 2 GB
  •    Space: 32 GB
  •    Operating System: Windows 8.1 and Ubuntu 14.04
  •    Dimensions: 148mm x 79mm x 9mm

০৭. Asus VivoMini UN62 | মূল্য ২৫ হাজার টাকা (প্রায়)

VivoMini UN62 হলো ইন্টেল Core i3 or i5 প্রসেসরের আপটু ১৬ জিবি র‌্যাম যুক্ত একটি শক্তিশালী কম্পিউটার। এতে রয়েছে SonicMaster টেকনোলজি যা আপনাকে হাই কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করবে। এছাড়াও এটি স্ক্রিনে 4K/UHD কোয়ালিটির ইমেজ প্রদর্শন করতে পারবে। খুবই কম পাওয়ার কনজাম্পশন যুক্ত এই কম্পিউটারটি মাত্র ৭ ওয়াট বিদ্যুৎ খরচ করে সুন্দর ভাবে চালাতে পারবেন।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: 4th Gen Intel® Core™ processors (Core i3 and i5)
  •    Memory: 4 GB Up to 16 GB
  •    Space: 32 GB Up to 256 GB mSATA SSD
  •    Operating System: Windows 8.1 Pro
  •    Dimensions: 131mm x 131mm x 42mm

০৮. MSI Cubi | মূল্য ১৩ হাজার টাকা (প্রায়)

MSI Cubi কম্পিউটার মূলত “Barebones” কম্পিউটার হিসাবে বিক্রি করা হয়। তার মানে হলো কম্পিউটারের জন্য প্রত্যেকটা উপকরন আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আপনার চাহিদা অনুযায়ী কম্পিউটারে র‌্যাম, স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম নির্বাচন করতে পারবেন। আপনি ২ থেকে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, সর্বোচ্চ ২.৫ ইঞ্চি হার্ডড্রাইভ, সিপিইউ এর জন্য Intel® Celeron™ 3205U, Intel® Pentium™ 3805U, Intel® Core i3™ 5005U অথবা Intel® Core i5™ 5200U প্রসেসর ব্যবহার করতে পারবেন। কম্পিউটারটি চলতে মাত্র ৩০ ওয়াট বিদ্যৎ খরচ হবে।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Celeron, Pentium, or Core i3
  •    Memory: 2 GB – 16 GB
  •    Space: 2.5″ HDD/SSD
  •    Operating System: Windows 8.1/7
  •    Dimensions: 115mm x 111mm x 35mm

০৯. Meerkat | মূল্য ৩৯ হাজার টাকা (প্রায়)

Meerkat কম্পিউটার গুলোর রয়েছে সুন্দর এবং আকর্ষনীয় ডিজাইন। সাইজ MSI Cubi এর সমান হলেও আকারে একটু লম্বা। এটিও MSI Cubi এর মতো ‌ “Barebones” কম্পিউটার। তার মানে প্রত্যেকটি সরঞ্জাম আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আপনি ওদের ওয়েব সাইট হতে আপনার পছন্দের উপকরন দিয়ে পিসি কনফিগার করতে পারবেন। কম্পিউটারটির জন্য রয়েছে Intel® Core i3-5010U অথবা i5-5250U প্রসেসর, ৪ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম। এছাড়াও উপরের সবগুলোর চেয়ে বেশি স্টোরেজ সুবিধা অর্থাৎ ৩২ জিবি থেকে ৫০০ জিবি পর্যন্ত স্টোরেজ। তাদের প্রোডাক্ট সাইট থেকে আপনি মনিটর, স্পিকার এমনকি কিবোর্ড পর্যন্ত ক্রয় করতে পারবেন।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: 5th Gen Intel® Core i3-5010U or i5-5250U
  •    Memory: Up to 16 GB
  •    Space: M.2 SATA SSD, 2.5" drive. Up to 2.5TB total
  •    Operating System: Windows 8.1 with Bing
  •    Dimensions: 114.3mm x 111.76mm x 48.26mm

১০. Intel NUC NUC5i5RYK | মূল্য ২৯ হাজার টাকা (প্রায়)

NUC হলো ইন্টেলের যুগান্তকারী একটি মিনি কম্পিউটার ভার্সন। এতে রয়েছে 5th জেনারেশন ইন্টেল কোর i5-5250U প্রসেসর। তবে এই যন্ত্রটির সাথে কোন র‌্যাম, স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম দেওয়া থাকেনা। আপনাকে এগুলো সংযুক্ত করে তারপর ব্যবহার করতে হবে। আপনি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সংযুক্ত করতে পারবেন এবং SATA কিংবা PCle SSD হার্ড ড্রাইভ সংযুক্ত করতে পারবেন। এছাড়াও এই কম্পিউটারে সংযুক্ত আছে Intel HD Graphics 6000 যা আপনাকে 4K ভিডিও দেখতে সাহায্য করবে।

সিস্টেম স্পেসিফিকেশন

  •    Processor: Intel Core i5-5250U
  •    Memory: up to 16 GB
  •    Dimensions: 4.5″ x 4.4″ x 1.3″

No comments: