আজকে আমি যে টিউন করবো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে এইচএসসি লেভেলের ছাত্র-ছাত্রীদের জন্যে। আমরা সবাই জানি, গতবছর থেকে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এইচএসসি লেভেলে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামের নতুন এক বিষয় পাঠ্যসুচিতে অন্তভুক্তি করেছে। বিষয়টা সকল বিভাগের জন্য বাধ্যতামুলক। এ থেকেই বুঝা যায় সরকার বিষয়টি কতোটা গুরুত্ব এর সাথে নিয়েছে। উন্নত পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু কোন ভালো উদ্যোগ নেওয়ার আগে দেশের প্রেক্ষাপটে যে সমস্যা গুলো বিদ্যমান সেগুলো আগে সমাধান করতে হয়। কিন্তু সরকার সেই সমস্যাগুলো আগে সমাধান না করেই আগেই বিষয়টা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে যার বোঝা এখন আমাদের বইতে হচ্ছে। এই সাবজেক্টের মৌলিক কনসেপ্টগুলো বেশিরভাগের কাছে অস্পষ্ট থাকছে। সমস্যাটা কি সেটা আইসিটি বইটা খুললেই স্পষ্ট হয়। বইয়ে মোট ছয় অধ্যায়ের ভিতরে চার আর পঞ্চম অধ্যায় সম্পুন্র কম্পিউটার ভিত্তিক। মানে এই দুটা অধ্যায় বুঝতে গেলে একটা কম্পিউটার এর অবশ্যই দরকার। কিন্তু দেশের অনেক প্রত্যন্ত ও গ্রামাঞ্চলের কলেজে নু্ন্যতম একটা কম্পিউটার নেই!!! তাছাড়া আমরা অনেকেই আছি যারা অনেকেই কম্পিউটার কিনার ক্ষমতা রাখি না বা এখন ও কিনা হয়ে উঠে নি। তাদের কথা চিন্তা করে আমি আপনাদের দিচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের জন্য চতুথ অধ্যায় HTML(Hyper Text Markup Language) পঞ্চম অধ্যায় Programming Language এর জন্য দুটা অসাধারন সফটওয়্যার! সফটওয়্যার দুটা গুগল প্লে স্টোরে পেইড অ্যাপ। মানে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। কিন্তু এজন্য আপনাদের চিন্তা করতে হবে না। Main Hoon Na! আপনাকে আমি সফটওয়্যার দুটা সম্পুন বিনামুল্যে দিচ্ছি!!!! তো আর কোন কথা নয় এবার নিচের লিংক থেকে অ্যপ দুটি তারাতারি ডাউনলোড করে নিন
For HTML
Download Link-http://www.mediafire.com/download/xdwjen97s9jr767/DroidEdit+Free.apk
For Programming
Download Link-
http://www.mediafire.com/download/vvt28oc2ba3xl2z/C4droid.apk
For HTML
Download Link-http://www.mediafire.com/download/xdwjen97s9jr767/DroidEdit+Free.apk
For Programming
Download Link-
http://www.mediafire.com/download/vvt28oc2ba3xl2z/C4droid.apk
আর কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন। ধন্যবা

No comments:
Post a Comment