ব্লগস্পট মাষ্টাররা এদিকে আসুন। মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার ব্লগে যুক্ত করে নেন Welcome Box, ভিজিটরা আপনার ব্লগে ঢুকার সাথে সাথেই পাবে আপনার দেওয়া ম্যাসেজ

মনে করুন আপনি আপনার ব্লগে স্পেশাল কোন ম্যাসেজ দিবেন, যে ম্যাসেজটি ভিজিটররা আপনার সাইট ভিজিট করার মাত্রই দেখবে। আর এটা যেহেতু ভাষার মাস, সেহেতু আপনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার ব্লগে যে কোন ম্যাসেজ দিয়ে রাখতে পারেন। আরেকটু সহজে বুঝতে এখান থেকে ডেমো টা দেখে নিন।
আমার এই সাইটে ঢুকা মাত্রই আপনি একটা ম্যাসেজ দেখতে পেয়েছেন। আজ্ঞে হে, আমি এতক্ষন এটার কথাই বলছিলাম। যাইহোউক আর কথা বারাবো না। সরাসরি মূল কাজে চলে যাই।
প্রথমে আপনি আপনার Blogger Dashboard এ যান। তারপর Template>Edit HTML এ ক্লিক করে CSS এর অংশে নিচের কোড টুকু কপি করে পেষ্ট করুন।
/* CSS Special 21 Feb by SP Design */
#welcomebox {position:fixed;top:5%;left:50%;width:70%;height:40%;min-height:30%;margin-left:-35%;z-index:1000000;text-align:center;}
#welcomebox p{background:#fff;color:red;font-family: SolaimanLipi, Kalpurush;font-size:200%;font-weight:700;line-height:1.6em;margin:-5px 0 50px;padding:15px;padding-top:40px;padding-bottom:40px;border-top:60px solid #469B23;border-bottom:4px solid #222;transition:all 0.4s linear;}
#welcomebox p:hover{color:#666;}
.welcomeclose {background:#555;color:#fff;border-bottom:4px solid #222;padding:10px 25px;text-align:center;margin:0 auto;cursor:pointer;display:inline;transition:all 0.4s ease-in;}
.welcomeclose:hover {background-color:#444;color:#fff;border-bottom:4px solid #202020;box-shadow:inset 181px 0px 0px #f35d5c;-moz-animation: pulse .4s ease-in;
-webkit-animation: pulse .4s ease-in;animation: pulse .4s ease-in;}
#welcomeoverlay {position:fixed!important;position:absolute;z-index:999999;top:0px;right:0px;bottom:0px;left:0px;background:#333;max-width:100%;max-height:100%;}
এখন <body> সেকশন এর নিচে নিচের কোড টুকু কপি করে পেশ করুন।
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<div id='welcomeoverlay'/>
<div class='animated fadeInDownBig' id='welcomebox'>
<p>এখানে আপনার ম্যসেজ/বার্তা দিন</p>
<div class='welcomeclose' onclick='document.getElementById(&quot;welcomebox&quot;).style.display=&quot;none&quot;;welcomeoverlay.style.display=&quot;none&quot;;'>Continue Reading →</div>
</div></b:if>
এখন আপনার Template Save করুন। তারপর দেখুন কাজ হয়ে গেছে।

Post a Comment

0 Comments