নিয়ে নিন .com//.net//org ডোমেইন ফ্রি সাথে থাকছে ফ্রি রিসেলার হোষ্টিং

হবারি কথা এটাই স্বাভাবিক। আসলে ফ্রি বললে ভুল হবে আবার ফ্রিই ডোমেইন নিতে আপনাকে ২০ জনকে রেফার করাতে হবে তারা যোদি আপনার রেফার লিংকে ক্লিক করে নতুন একাউন্ট তৈরী করে তবেই আপনি .com//.net//org ডোমেইন ফ্রি তে পাবেন তাই সবাই এটাকে ফ্রি বললেও আমি বলি অর্ধেক কেনা।

ফ্রি ডোমেইন রেজিঃ করতে

সব থেকে ভাল হয় আপনি যোদি একটি ডোমেইন নেম কিনে নিতে পারেন তা হলে, আর যোদি মনে করেন আপনার পকেট খালি তা হলে .tk দিয়েই শুরু করে দিন।
অনেক বললাম ডোমেইন এর কথা এবার বলি হোষ্টিং এর কথা এটি আমার জীবনে ব্যবহার করা সবথেকে ভালো মানের ফ্রি হোষ্টিং সেবা।
আমার টাকা দিয়ে কেন একটি হোষ্টিং ও ফ্রি তে পাওয়া হোষ্টিং এর মধ্যে কোন পার্থক্য খুজি পায় নি, একদম ফুল সি-প্যানেল, আনলিমিটেড ইমেইল, আনলিমিটেড ব্যান্ড ইউথ, আনলিমিটেড স্টোরেজ রিসেলার দের জন্য। আর যারা আপনার কাছ থেকে ফ্রিতে নিবে তারা পাবে ১০ জিবি স্টোরেজ, ১০০ জিবি ব্যান্ড ইউথ, আরো অনেক কিছু। আর যোদি আপনার কাছে থেকে কেউ হোস্টিং এর প্রিমিয়াম প্যাকেজ কিনে তা হলে আপনি তার থেকে ১৫% কমিশন পাবেন। আর এরা মানুষ খুব ভাল এদের রিসেলার নেয়ার জন্য কোন কিছুই না যাষ্ট রেজিষ্ট্রেশন করতে হয় এবং ২ ঘন্টার মধ্যে মেইলে ডিটেইলস দিয়ে দেয়। অনেকের মনে সন্দেহ হতেই পারে তাই কিছু স্ক্রিন সর্ট দিলাম।

Hosting


Post a Comment

0 Comments