নতুন কিছু পাওয়ার জন্য মন সময়ই ব্যস্ত থাকে। সেই পরিপ্রেক্ষিতেই আগ্রহের সাথেই অপেক্ষা করছিলাম কখন Windows 10 আসবে? অবশেষে রিলিজ হল কিন্তু প্রথম ডাউনলোড করতে অনেক সমস্যা হয়েছিল। মডেম দিয়ে ২-৩ বার ব্যর্থ হয়ে পরে সফলভাবে Windows 10 এ আপগ্রেড করতে পেরেছি যদিও আমার প্রায় ১০ জিবি এর ডাটা খরচ হয়েছে তাও আবার মডেম দিয়ে। যাই হোক Windows 10 দেওয়ার পর প্রথমেই টেকটিউনস এ প্রবেশ করি দেখি বাংলা লেখা হযবলর অর্থাৎ এলোমেলো উল্টাপাল্টা দেখা যায়। কিছুক্ষন ঘাটাঘাটি করে সমাধান পেয়ে গেলাম। সেটাই করতে যাচ্ছি প্রথমে
Control panel এ যান Language a Click করুন
Add Language click করুন
তারপর বাংলা তে ক্লিক করুন
বাংলাদেশের জন্য বাংলা নির্বাচন করুন
নটিফিকেশন প্যানেলে এরকম দেখতে পাবেন
Language preference a click করুন
বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করুন Option এ ক্লিক করুন
আমার পিসিতে অলরেডি সমাধান করে ফেলেছি তাই আর স্ক্রিনশট দিতে পারলাম না
No comments:
Post a Comment