Thursday, January 30, 2020

মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট তৈরি করুন ।

IPS তৈরি করার টাকা নাইতো কি হয়েছে । তাই বলে অন্ধকারে থাকবো নাকি ? Fan না চলুক লাইট তো জ্বালাতে পারবো । আসুন তৈরি করি মাত্র 300 টাকায় - ঘন্টা ব্যাকআপপাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট 
প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন  আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন  আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় 
বাজারে ছোট বড় অনেক ধরনের LED চার্জার লাইট পাওয়া যায় । বাজারের LEDচার্জার লাইট এবং এই LED চার্জার লাইটের মধ্যে পার্থক্য রয়েছে,
  • । ব্যাকআপ বাজারেরটাতে ১ - ১.৫ ঘন্টা কিন্তু এটাতে - ঘন্টা ।
  • ২। আলো : বাজারেরটা থেকে এটাতে আলো তুলনামূলক বেশি ।
  • ৩। সময় : বাজারেরটাতে full চার্জ হতে সময় লাগে ৮  ১০ ঘন্টা তারউপর বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে full চার্জ হতে আরো বেশি সময় লাগে কিন্তু এটাতে full চার্জ হতে সময় লাগে ১.৫  ২ ঘন্টা, বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলেওfull চার্জ হতে সময় লাগে একই মাত্র ১.৫  ২ ঘন্টা ।
  • ৪। ইনডিকেটর : বাজারেরটাতে চার্জিং ইনডিকেটর আছে কিন্তু চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন না এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন না আর এটাতে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন ।
  • ৫। স্থায়িত্ব : বাজারেরটাতে অনিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে অল্প দিনেই ব্যাটারী নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে সবচেয়ে নিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে ব্যাটারীর স্থায়িত্ব অনেক বেশি ।

লাইটি তৈরি করতে যা প্রয়োজন :

 একটি মোবাইল ব্যাটারী ------------------------------------------ 150-210 টাকা
 একটি জ্যাক হোল্ডার --------------------------------------------- 3 টাকা
 একটা C828 মডেলের ট্রানজিস্টর -------------------------------- 2 টাকা
 একটি IN4007 মডেলের ডায়োড ------------------------------- টাকা
 একটি Push on off সুইচ---------------------------------------- 8 টাকা
 দুইটি রোধ  2.2 ওহম এবং 220 ওহম ------------------------- টাকা
 একটি ইনডিকেটর LED ------------------------------------------1 টাকা
 20টি উজ্জল আলোর LED -------------------------------------- 30 টাকা
 একটি ছোট ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ড বা ব্যারো বোর্ড ------ 25 টাকা
১০ এক গজ লীড --------------------------------------------------15 টাকা
১১ একটি মোবাইল ব্যাটারী কানেক্টর ( if ) --------------------------- 8 টাকা
পর্যায়ক্রমে ফটো গুলো দেখুন....
http://www.mediafire.com/download.php?4prl411j59f7ahj
Circuit Diagram ক্লিয়ার দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন ।



No comments: