Thursday, October 19, 2023

উইন্ডোজের সেরা ৩ টি কীবোর্ড শর্টকাট

 


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

আজকের এই টিউনটি উইন্ডোজ লাভারদের জন্য। এই টিউনে আমরা দেখে নেব উইন্ডোজের সেরা ৩ টি কীবোর্ড শর্টকাট। শর্টকাট গুলো আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে।

১. উইন্ডোজ ভিউ

ধরুন আপনি অনেক গুলো অ্যাপ নিয়ে কাজ করছেন। স্ক্রিনে অনেক গুলো উইন্ডো, এই মুহূর্তে আপনার ডেক্সটপ দেখা প্রয়োজন। সেক্ষেত্রে কী করবেন? সব গুলো উইন্ডো ক্লোজ করবেন? এটা করলে আবার উইন্ডো গুলোর অর্গানাইজেশন নষ্ট হতে পারে।

কোন উইন্ডোই ক্লোজ করার দরকার নেই। প্রেস করুন, Win+, এটি মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসবে পরিষ্কার ডেক্সটপ। একই সাথে আপনার ওপেন করে উইন্ডো গুলোও একটিভ থাকবে।

২. স্ক্রিন রেকর্ড

আপনি হঠাৎ করে কোন কিছু রেকর্ড করতে চান প্রেস করুন, Win+alt+R। আপনার পিসিতে থার্ডপার্টি অ্যাপ এরও প্রয়োজন নেই। এই শর্টকাটের মাধ্যমে আপনি বিল্ড-ইন স্ক্রিন রেকর্ডারের মাধ্যমেই স্ক্রিন রেকর্ড করে ফেলতে পারবেন।

Win+alt+R কাজ না করলে Win+G প্রেস করে Capture এ ক্লিক করেও রেকর্ড অপশন পেতে পারেন।

৩. ক্লিপ-বোর্ড হিস্ট্রি

বার বার এক টেক্সট কপি করে আবার পেস্ট করা বেশ ঝামেলার কাজ। আপনার পিসিতে ক্লিপ-বোর্ড হিস্ট্রি এনেভল থাকলে এই ঝামেলা সহজেই এড়ানো যায়। লাস্ট অনেক গুলো টেক্সট, ইমেজ আপনি সেভ করে রাখতে পারবেন এই ফিচারের মাধ্যমে।

Win+V প্রেস করুন, দেখবে আপনার কপি করা সব গুলো টেক্সট এখানে দেখাচ্ছে।

শেষ কথা

উইন্ডোজের এই শর্টকাট গুলো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য এই টিউনটি উপকারে আসতে পারে। মূলত উইন্ডোজ পিসিতে দ্রুত কোন কাজ করলে বিভিন্ন শর্টকাট বেশ উপকারে আসে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

No comments: