Saturday, February 29, 2020

জীবনপাতা একটি বাংলাদেশি সোস্যাল সাইট। এখানে জয়েন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ১ ডলার বা ৮০ টাকা। অন্যদের রেফার করলে প্রতি রেফারে ০.১০ সেন্ট বা ৮ টাকা। আয় করতে পারবেন আনলিমিটেড।

জীবনপাতা একটি বাংলাদেশি সোস্যাল সাইট। এখানে জয়েন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ১ ডলার বা ৮০ টাকা। অন্যদের রেফার করলে প্রতি রেফারে ০.১০ সেন্ট বা ৮ টাকা।  আয় করতে পারবেন আনলিমিটেড।

বাংলাদেশের জনপ্রিয় শোস্যাল সাইট জীবনপাতা থেকে ইনকাম করুন অনেক উপায়ে। বিষয়টা একদম সহজ। মাত্র দুই মিনিট লাগবে আপনার  ১ ডলার ইনকাম করতে। যাস্ট একটা ফেসবুক একাউন্ট খোলার মতো সহজ। বরং তার চেয়েও সহজ।
জীবনপাতা একটি বাংলাদেশি সোস্যাল সাইট। এখানে জয়েন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ১ ডলার বা ৮০ টাকা। অন্যদের রেফার করলে প্রতি রেফারে ০.১০ সেন্ট বা ৮ টাকা।  আয় করতে পারবেন আনলিমিটেড।
জীবনপাতা থেকে ইনকাম করার ‍উপায় হচ্ছে:
  1. রেফারেল এর মাধ্যমে
  2. লাইক টিউমেন্ট এর মাধ্যমে
  3. পোপুলার মেম্বার এর মাধ্যমে
  4. পয়েন্ট বাই সেল এর মাধ্যমে
  5. প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে
  6. প্রতিযোগিতার মাধ্যমে ইত্যাদি।

একাউন্ট করতে এখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন ফর্মের সব তথ্য দিয়ে সাইনআপ এ ক্লিক করুন।  তার স্টেপ বাই নাম, ইউজার নেম সহ বিস্তারিত তথ্য দিন।

Saturday, February 8, 2020

Earn at home - Learn the 5 main ways to earn online

Assalamu Alaikum

Hope everyone is well.

Today through this post you will find out the 3 main ways to earn online.

Firstly, earning online is not an easy task. I'm saying again that earning online is not an easy task. However, it is possible to earn any money online if you are taking a step ahead and doing it.

I advise everyone. "La-Tahazan" in Arabic. "Don't despair" in Bengal. That is, if you work online, keep learning, you will definitely get good results at one time. I'm saying La-Tahzan again.

If you need to know the freelancing guide from here. Freelancing Guide

7 main ways to earn online:
This time it is real. In fact, there are many ways to make money online. The three main ways are discussed below. You must choose any one of these ways and learn patiently and move on. Can never be disappointed Patience cannot be lost. If you have these qualities, then this post is for you.

2. Blog and Blogging
If you like writing, you can run a blog. By adding AdSense to the blog you can earn. In another post I will talk about this in detail.

Click here to see a list of the top 10 blogs and bloggers in the world and their earnings.

2. Web Development and Programming
You can also earn a lot of money by programming. There are many programming languages. The following are some of the following:

C programming language
C ++
java
php
javascript
python
swift for apple osx
You can learn HTML, CSS, javascript, jquery, php, java, etc. for web development.

You can learn different CMS (content management system) for web development. For example: WordPress, joomla, Drupal, magento etc.

When you think you have become proficient on one platform, you can use upwork, fiverr, peopleperhour, freelancer, guru, linkedin jobs etc. freelancing marketplace. You can visit the link below.

Tips to get work done

2. Graphics Design
You can also earn by designing graphics. Learn how to work with Photoshop Illustrator and earn money from different marketplaces. You can find out more about graphics design from the link below.

Graphic Design

You can also use the 99designs Marketplace for design work.

2. Content Writing
You can earn good income by writing content. And for this you must be proficient in English writing. The work of English writing is found in most marketplaces.

If you wish you can also earn by writing content on our TechTunes. You can contact us for this. Click here to contact

2. Affiliate Marketing
If a product is sold through ecommerce sites like Amazon, aliexpress, ebay, walmart etc. you will get some commission from there. This is Affiliate Marketing. This way you can make a lot of income. Affiliate marketing is a big deal. We will talk about affiliate marketing later.

2. Digital Marketing
After you develop your skill, you can create your own portfolio. By marketing that portfolio you can get work from many clients. You can also find work through LinkedIn profiles. You can bring your client to Skype by doing self-marketing and discus. Please visit the link below for details about marketing.

Digital Marketing

2. Data Entry and Virtual Assistant
You will find many video tutorials on YouTube for learning about data entry and virtual assistant work. Learn from there and learn how to develop skills. If you give yourself 3 to 4 hours a day, you hope to become proficient within 6 months. Then you will become proficient only if you practice professional work.

2. Search Engine Optimization (SEO)
For more details, please visit this link. Search Engine Optimization - SEO

2. CPA Marketing
With CPA (cost per action) you can earn a lot. For more details, please visit the link below.

CPA Marketing Bangla

2. YouTube Marketing
You can create unique video and upload it to YouTube and earn it through AdSense. For more details, please visit the link below.

Income from YouTube

Hope you understand everything well. If you have any problems, please leave a comment and stay with the eshoaykori.xyz

Thursday, January 30, 2020

মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট তৈরি করুন ।

IPS তৈরি করার টাকা নাইতো কি হয়েছে । তাই বলে অন্ধকারে থাকবো নাকি ? Fan না চলুক লাইট তো জ্বালাতে পারবো । আসুন তৈরি করি মাত্র 300 টাকায় - ঘন্টা ব্যাকআপপাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট 
প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন  আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন  আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় 
বাজারে ছোট বড় অনেক ধরনের LED চার্জার লাইট পাওয়া যায় । বাজারের LEDচার্জার লাইট এবং এই LED চার্জার লাইটের মধ্যে পার্থক্য রয়েছে,
  • । ব্যাকআপ বাজারেরটাতে ১ - ১.৫ ঘন্টা কিন্তু এটাতে - ঘন্টা ।
  • ২। আলো : বাজারেরটা থেকে এটাতে আলো তুলনামূলক বেশি ।
  • ৩। সময় : বাজারেরটাতে full চার্জ হতে সময় লাগে ৮  ১০ ঘন্টা তারউপর বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে full চার্জ হতে আরো বেশি সময় লাগে কিন্তু এটাতে full চার্জ হতে সময় লাগে ১.৫  ২ ঘন্টা, বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলেওfull চার্জ হতে সময় লাগে একই মাত্র ১.৫  ২ ঘন্টা ।
  • ৪। ইনডিকেটর : বাজারেরটাতে চার্জিং ইনডিকেটর আছে কিন্তু চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন না এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন না আর এটাতে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন ।
  • ৫। স্থায়িত্ব : বাজারেরটাতে অনিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে অল্প দিনেই ব্যাটারী নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে সবচেয়ে নিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে ব্যাটারীর স্থায়িত্ব অনেক বেশি ।

লাইটি তৈরি করতে যা প্রয়োজন :

 একটি মোবাইল ব্যাটারী ------------------------------------------ 150-210 টাকা
 একটি জ্যাক হোল্ডার --------------------------------------------- 3 টাকা
 একটা C828 মডেলের ট্রানজিস্টর -------------------------------- 2 টাকা
 একটি IN4007 মডেলের ডায়োড ------------------------------- টাকা
 একটি Push on off সুইচ---------------------------------------- 8 টাকা
 দুইটি রোধ  2.2 ওহম এবং 220 ওহম ------------------------- টাকা
 একটি ইনডিকেটর LED ------------------------------------------1 টাকা
 20টি উজ্জল আলোর LED -------------------------------------- 30 টাকা
 একটি ছোট ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ড বা ব্যারো বোর্ড ------ 25 টাকা
১০ এক গজ লীড --------------------------------------------------15 টাকা
১১ একটি মোবাইল ব্যাটারী কানেক্টর ( if ) --------------------------- 8 টাকা
পর্যায়ক্রমে ফটো গুলো দেখুন....
http://www.mediafire.com/download.php?4prl411j59f7ahj
Circuit Diagram ক্লিয়ার দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন ।



Monday, December 11, 2017

ফ্রিতে নিন ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ড | সাথে থাকছে ২৫ ডলার ফ্রী ব্যালেন্স !!


পেওনার মাষ্টার কার্ড কি?

পেওনার মাষ্টার কার্ড হচ্ছে ইউএস পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের একটি ভার্চুয়াল ব্যাংক হিসাব এবং এটি ইউএস ডলার ধারন করে।২০০৭ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশে এটি ব্যবহ্রত হচ্ছে। ইউএস পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট তাদের ব্যবসা প্রসারের জন্য প্রতিটি কার্ডের সাথে ২৫ ডলার ফ্রি ব্যালেন্স দিচ্ছে, তবে এই অফার একটি নির্দিষ্ট সময়ের জন্য।


Sign up now and receive a payment, and earn $25! 
Sing up Link: https://goo.gl/Fv3DYL
  • অনলাইন শপিং।
  • অনলাইন বিল উত্তোলন ও প্রদান।
  • অনলাইনে অর্জিত টাকা উত্তোলন।
  • বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে অর্জিত টাকা উত্তোলন।
  • অনলাইনে মিউজিক সিডি, ল্যাপটপ, সফটওয়্যার, জুয়েলারী, বই, বিভিন্ন গিফট, ডোমেইন স্পেসসহ আরো অন্যান্য অনলাইন শপিং এর কাজে ব্যবহার করতে পারবেন।
  • ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন।
  • ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে টাকা উত্তোলন ও বিল প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।

পেওনার মাষ্টার কার্ড দিয়ে বাংলাদেশে কিভাবে টাকা উত্তোলন করবেন?

বাংলাদেশের ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড-চার্টাড ব্যাংক ও জনতা ব্যাংক এর এটিএম বুথ থেকে অন্যান্য মাষ্টার কার্ডের মত টাকা উত্তোলন করতে পারবেন । এই কার্ড দিয়ে পৃথিবীর যে কোন দেশ থেকে ২০ $  থেকে ২০০০ $ পর্যন্ত টাকা তুলতে পারবেন !


পেওনার মাষ্টার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

ধাপ-১: সাইনআপসাইনআপ করার জন্য Sing up Link:  https://goo.gl/Fv3DYL লিংকটি ওপেন করে সাইনআপ বাটনের উপর মাউসের ডান বোতাম চেপে “ওপেন লিংক ইন নিউ উন্ডোতে ক্লিক করে যথাযথ তথ্য প্রদান করুন।

এরপর ধাপ-২ ও ধাপ-৩ এর তথ্যগুলো যথাযথ প্রদান করে চেকবক্স গুলোতে টিক মার্ক দিয়ে ওকে করুন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে ৪৮ ঘন্টার মধ্য জানিয়ে দিবে আপনাকে ওরা মাষ্টার কার্ড দিবে কিনা ।
যদি এ্যাপ্রোভ হয় তবে আমেরিকায় থাকলে দশ দিন ও আমেরিকার বাইরে ২৫ দিনের মধ্য পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে । আমি অবশ্য ২৫ দিনের মাথায় পেয়েছি । পোষ্টমাষ্টার কে বলে রাখলে ভাল হবে।

কার্ডটি হাতে পেলে Payoneer এ্যাকাউন্ট লগাঅন করুন এবার কার্ড এ্যাকটিভ ক্লীক করুন। কার্ডের সাথে কাগজে দিক নির্দেশনা দেয়া থাকবে কিভাবে চালু করতে হবে। তবু বলছি আগে কার্ড নাম্বার প্রবেশ করুন তারপর আপনার পছন্দ মত চার সংখ্যার পিন নাম্বার দিন এবার চালু বাটনে ক্লীক করলেই কার্ড চালু। পিন নাম্বার মনে রাখা জরুরী। এবার আপনার ড্যাশবোর্ডে চালু হয়েছে কিনা কনর্ফাম ম্যাসেজ আসবে ।এই কার্ড দিয়ে পূথিবীর যেকোন ডেভিড বুথ থেকে টাকা উঠানো যাবে ।

কি ভাবে পেওনার অ্যাকাউন্ট খুলবেন ?

Sing up Link:  https://goo.gl/Fv3DYL  লিঙ্কে ক্লিক করার পরে SIGN UP এ ক্লিক করুন।  তখন  নিচের মত একটি পেজ পাবেন-


এখন এইখানে ৩ টি ধাপ আপনাকে পুরুন করতে হবে।
  • Cardholder details
  • Card Account Information
  • Registration Verification
৪। এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়া হলঃ

  • First Name On Your ID:   MD MONZORUL
  • Last Name on Your ID:     HAQUE
  • Date of Birth:                      January/20/1964
  • Email Address:                   example@gmail.com (আপনার Email Address)
  • Retype Email Address:     example@gmail.com (পুনরায় আপনার Email Address)
  • Country:                              Bangladesh
  • Home Address:                  Vill-Sonarua, Word-3, Torgaon (আপনার বাসার ঠিকানা) -১ম লাইন
  • Kapasia, Gazipur-1730 (আপনার বাসার  ঠিকানা) -২য় লাইন
  • City:                                       Gazipur
  • Zip/Postal Code:                 1730 (পোস্টাল  কোড)
  • Phone Number:                 +8801700000000 ( আপনার ফোন নাম্বার) – এইখানে আপনার মোবাইল নাম্বার ও দিতে পারেন ।
  • Mobile Number:                +8801900000000 ( আপনার মোবাইল  নাম্বার)


আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রের নিচের দিকে  দেওয়া Check Box এ টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ



এখন Card Account Information এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ



এখন Registration Verification এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
  • National ID Card
  • Passport
  • Driver Lisence
উপরের ৩ টির মদ্ধে যেকোনো  একটি সিলেক্ট করে ID Number দিনঃ



 এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন । আপনার Payoneer এর Registration সম্পন্ন হল।
ইমেইল চেক করুন যদি ফটো আইডি স্ক্যানিং করে পাঠাতে বলে তবে পাঠিয়ে দিন আর যদি Declined দেখায় তবে নিচে সমাধান দেখুন ।
Payoneer Application Declined সমস্যার সমাধান নিন ।
>>> বর্তমানে application করার সাথে সাথেই decline করে দেয়। ছবিটা এরকম




এখন এপ্লিকেশন ডিক্লাইন হবার পর আপনি এই সাইটে যাবেন http://www.payoneer.com/emailform.aspx
ফর্মটা এভাবে পূরণ করতে পারেন…




আপনার নাম, ই-মেইল সঠিক ভাবে পূরণ করবেন। Program/Partner এর ঘরে Others দিতে পারেন। যদি আপনি কোন Program এর সাথে থাকেন সেক্ষেত্রে নাম উল্লেখ করতে পারেন। Choose a category for your question এর ঘরে Account Applications নির্বাচন করুন। Choose the subject of your question এর ঘরে My application was declined and I’m requesting to have it reconsidered. Your questions or comment এর ঘরে আপনার কথা লিখুন। এরপরে সাবমিট করুন।
এরপর আপনার ই-মেইলে একটা মেইল আসবে। মেইলটা দেখতে কিছুটা এরকম…




তবে এক্ষেত্রে আমার একটা সাজেশন আছে। সেটা হল approve হবার আগে আপনি ওদের কাস্টমার সার্ভিসে চ্যাট করলে বিষয়টা আরো দ্রুত হবে। চ্যাট করতে এই লিঙ্কে যাবেন http://www.payoneer.com/contactUs.aspx



এখন ওদের Live Help Offline এ আছে। সোমবার থেকে শুক্রবার ওদেরকে পাওয়া যায়। তবে চ্যাট করার সময় Security Ques এর answer প্রদান করতে হবে।
আশা করি Payoneer নিয়ে সকলের বর্তমান অসুবিধা কিছুটা হলেও সমাধান হবে।

Note:  Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে ।
স্ক্যান করে পাঠিয়ে দিবেন ।
কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন।


Payoneer এর Account Approve হয়ে যাবে ইনশাল্লাহ। Approve হলে নিচের মত একটা মেইল পাবেনঃ
Dear Md Monzorul,
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between 17 Apr 2013 and 24 Apr 2013
আপনি আরো যে যে কাজে কার্ডটি ব্যবহার করতে পারবেন???
  • অনলাইন শপিং।
  • অনলাইন বিল উত্তোলন ও প্রদান।
  • ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে টাকা উত্তোলন ও বিল প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।
  • ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন।
Payoneer  এর  Virtual US Bank Account 
চিন্তা করছেন কার্ড এর জন্য আতদিন  অপেক্ষা করবেন । কার্ড Approve হওয়ার সাথে সাথে আপনি পাবেন Payoneer এর US Virtual Bank Account এর ( Routing Number এবং Account Number) . কার্ড আসার আগেই আপনি এই Virtual Bank Account ব্যাবহার করে আপনার Paypal Verify করতে পারবেন। এই USA এর Virtual Bank Account কে Payoneer এর US Payment Service বলা হয়। আপনার Payoneer এর কার্ড Approve হলে আপনার Payoneer অ্যাকাউন্ট এ Login করুন তাহলেই US Payment Service নামে একটা option দেখতে পাবেন ।
NOTE: US Payment Service Option টা আপনার Payoneer এর অ্যাকাউন্ট  Approve হওয়ার পরে দেখতে পারবেন।


পেয়ে তো গেলেন আপনার USA এর Virtual Bank এর Routing and Account Number.

Friday, December 8, 2017

প্রতিদিন ৩০ মিনিটে আয় ১-৫ ডলার (পেমেন্ট বিকাশে/রকেটে)





আস্সালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি সাইটের টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের জন্য।
সাইটির নাম হচ্ছে:makearn.com প্রথমেই বলি রাখি আপনারা যদি আমার রেফার ID ME9200 দিয়ে জয়েন্ট করেন তাহলে আমি আপনাদের সকল টেনিং দিতে রাজি আছি। দয়া করে সম্পূন লেখাটি পড়বেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু ৷
আমরা অনেকেই হয়তো Earn Stations এ কাজ করি“Earn Stations” এটি একটি আমেরিকান সাইট।সাইটের প্রধান কার্যালয় আমেরিকাতে অবস্থিত। এই সাইটের জন্ম 2014 সালের ডিসেম্বর মাসে।বাংলাদেশ সহ বিশ্বের 254 টি দেশে এটির কার্যালয় অবস্থিত।বাংলাদেশে এই সাইটের কার্যক্রম শুরু হয়েছে এ বছরের শুরুতে।বিশ্বস্ততার সাথে সেবা দান করে সামনে এগিয়ে চলেছে।বাংলাদেশে এই সাইটের শাখা আছে বলা যেতে পারে।ঢাকাই এই সাইটের তিনটি আছে একটি হেড অফিস আর দুটি সাব অফিস ?।
earnstations কম্পানির নতুন একটি সাইট makearn অনেকেই হয়তো makearn এ কাজ শুরু করে দিয়েছি। অনেকে আবার makearn.com কাজ শুরু করব ভাবছি, কেউ আবার ভাবছি জগতে কত সাইটের নামতো শুনলাম, বেশির ভাগই স্ক্যাম করে চলে যায়। কিন্তু 1000% নিশ্চয়তা এই সাইটটিতে পাবেন। এই সাইট থেকেই আয় করার ইচ্ছা নিয়ে কাজ শুরু করুণ ইনশা অাল্লাহ আপনিও সফল হবেন। তবে এক্ষেত্রে একটু ভাল দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে।
 
কাজ না করলে শুধু শুধু একাউন্ট না করার জন্য অনুরোধ রইল৷
এ কাজটির জন্য আপনার যা যা লাগবেঃ
১. কম্পিউটার/ল্যাপটপ/এন্ড্রোয়েড মোবাইল;
২. ইন্টারনেট সংযোগ (wifi/broadband) যারা wifi/broadband ব্যবহার করেন না তাদের কে বলি Account না করতে,কারণ তারা 2 দিন কাজ করেই আর কাজ করতে চাই না ৷
৩. মোবাইলের জন্য Chrome ব্রাউজারটি ব্যবহার করতে হবে… ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজারই হবে ৷
makearn কি ?
makearn একটি আমেরিকান সাইট। বাংলাদেশে brand ambassador রয়েছে। সাইটা খুবই ভালো বেশি বেশি ইনকামের জন্য এই সাইট সবার সেরা। কাজ হলো ইউটিউব ভিডিও দেখা। makearn হচ্ছে Video দেখার মাধ্যমে আয় করা সাইট 2017 সালের প্রথম আসে এবং অনেকদিন থাকবে ৷অনেকেই বলে যতদিন youtube আছে ততদিন makearn আছে। Lifetime grunted site.
02.makearn এ কি ভাবে account করবেন ?
a) প্রথমে এই খানে ক্লিক করুন http://makearn.com
 
b) এমন একটি পেজ আসবে সব গুলো ঠিক ভাবে পূরন করুন ৷
(Full Name,Phone,Email,Password,Referral ID ME9200,Country)দিয়ে Register এ ক্লিক করবেন।
বি:দ্র :Referral ID অবশ্যই দিতে হবে তাছাড়া Account Register হবে না ৷সতর্কতা Referral ID ME9200 ভুল হলে account Open হবে না।
c) তারপর Email Verify করবেন Email এ ঢুকে makearn.com থেকে একটা Mail দেখতে পাবেন Inbox এ অথবা Spam Folder এ, mail এ ঢুকে একটা link দেখতে পাবেন, ওটায় ক্লিক করলেই email verify হয়ে যাবে।
d) Email verify হয়ে গেলে সরাসরি makearn.com এ আপনার account এ লগিন হয়ে যাবে।
makearn.com এর account $20 ডলার দিয়ে active করতে হয়।আপনি কাজ করে ডলার income করেও account active করতে পারবেন,তা যদি না পারেন 20 দিনে $20 ডলার করতে তাহলে আপনি যার রেফারে জয়েন্ট করেছেন তার থেকে Active করে নিতে পারেন অথবা makearn এ Top Up Option পাবেন ওখান থেকেও Active করতে পারেন। কিন্তু আমি বলি একবার শুধু আইডি Active করে দেখেন আপনার প্রতিদিন ১-৫ ডলার ইনকাম আসবে।
বি:দ্র: ফ্রি তে Account Active করতে পারেন ৷সেক্ষেএে 20 দিন কাজ করতে হবে ৷
অনেকে আবার টাকা দিয়ে Account Active করতে চাইনা, তাদের কে বলবো আপনারা ফ্রি তে Account Active করতে পারেন।
03:makearn এ কি ভাবে কাজ করবেন ?
makearn.com এ Login করার পরে দেখুন Watch Video এখানে ২০+ ভিডিও পবেন। সেগুলোতে ক্লিক করলে player Ready আসবে এইটা তে ক্লিক করে প্রতিটি ভিডিও ১৮০ সেকেন্ড বা তিন মিনট করে দেখলেই হবে।তারপর নিচে Click এ ক্লিক করলে Youtube এ নিয়ে যাবে তারপর Video টি like, Comment and Share করতে হয় যে কোন জায়গাতে Share করা যায় এর জন্য চাইলে একটি Fake facebook id খুলে নিতে পারেন। আর প্রতিটি ভিডিওর জন্য 0.08 ডলার তাহলে দেখুন ২০ টা ভিডিও দেখলে ০.০৮*২০=১.৬০ ডলার নিজের ইনকাম, এছাড়া আপনার যত রেফার থাকবে ততো ইনকাম হবে. অংকটা দেখুন ধরুন আপনার ১০জন রেফার আছে তারা প্রতিদিন ১ ডলার ইনকাম করে তাহলে আপনাকে কমিশন দিবে কোম্পানি ১০% অথাৎ ১ জন রেফার ১ ডলার ইনকাম করলে আপনি পাবেন ০.১ ডলার। তাহরে দেখুন ১০ জন রেফার হলেই আপনার আরো ১ ডলার ইনকাম হচ্ছে + নিজের ১ ডলার = ২.৬ ডলার প্রতিদিন। এবাবে যত রেফার বানাবেন ততো ইনকাম হবে।এছাড়া কিছু দিনের মধ্যেই ৪০ টি ভিডিও দিবে তা হতে প্রতিদিন নিজের ইনকাম হবে দিনে ২.৬ ডলার + রেফার ইনকাম।
সুবিধাসমূহ:
1.withdraw দেয়ার 72 ঘন্টার মধ্যে টাকা Paid করা হয়।(Bkash,DBBL Rocket, Bank, Payoneer, Paypal) মাধ্যমে টাকা উঠানো যায় ৷
2.server অত্যন্ত ভালো ও very high speed.
মাত্র 50 ডলার হলেই withdraw করা যায়।
Live Support ব্যবস্থায় সরাসরি সমস্যার সমাধান পাওয়া যায়।
এছাড়া কোম্পানির Support ব্যবস্থা অত্যন্ত কার্যকর।
 
makearn এ সর্বনিম্ন $50 ডলার Withdraw দিতে হয়, এ জন্য অনেকে মনে করেন $৫০ ডলার withdraw দেয় তাহলে হয়তো সাইট টি ভুয়া কিন্তু না সাইট টি ভুয়া না। সাইটিতে অনেক ইনকাম এজন্য সাইটির মালিক সর্বনিম্ন $50 ডলার withdraw ব্যবস্থা করেছেন।নিজেই দেখুন কয়েক মাসে কত ডলার makearn পেমেন্ট করেছে,অন্য সাইট এতো পেমেন্ট করেছে আমার জানা নাই। চাইলে সবাই কাজ করতে পারেন সাইট টি অনেক দিন থাকবে।100% trusted site তাছাড়া আপনি যদি কয়েকটা রেফার বানাতে পারেন ৫০ ডলার হতে ১৫ দিন লাগবে মাসে দুইবার পেমেন্ট নিতে পারবেন এভাবে।
সাইটের শর্তাবলি ঃ
১। আপনি একটা ডিভাইস থেকে ১ টাই একাউন্ট খুলতে পারবেন। যদি অনেকগুলো একাউন্ট একসাথে খুলেন তাহলে আপনাকে ব্যান করে দিবে।
২। আপনার রেফারেল দিয়ে যতজন কে ইচ্ছা একাউন্ট ওপেন করান।
৩। আপনার রেফার যত বেশী হবে তত তাড়াতাড়ি একাউন্টে টাকা জমাতে পারবেন এবং উইথড্র করতে পারবেন।
৪। আপনার আইডি থেকে নূন্যতম তিন জনকে আইডি একটিভ করে দিতে হবে আপনার একাউন্ট একটিভ হওয়ার পরে, না হলে টাকা উইথড্র করতে পারবেন না।
৫। টাকা উইথড্র করার জন্য আপনাকে নুন্যতম ৫০ ডলার আর্ন করতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার গ্রুপে জয়েন করেন আমার সাথে কাজ করার জন্য।
আমার মতে :
একটি কথা যদি ১২৫০-১৩০০ টাকা ইনভেস্ট করতে পারেন তবে কাজ করুন।তাছাড়া বিনা ইনভেস্টে কাজ করতে পারবে কিন্তু দুই দিনের বেশি থাকবে না এমন সাইট ৷যদি একবার ইনভেস্টে করেন তবে Youtube যত দিন আছে কাজ করতে পারবেন ৷পেমেন্ট নিয়েও কোন সমস্যা হবে না ৷
আপনারা আমার থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার রেফার ID ME9200 দিয়ে Account করবেন, তাতে আমার কিছু লাভ হবে এজন্য আমি আপনাদের কাছে কৃতগ্য থাকবো। আপনাদের প্রয়োজনে আমি সবসময় সাহায্য করব।
অামার ফেসবুক>>>FACEBOOK

1বিটকয়েন= 15,000 ইউএস ডলার,ফ্রিতে বিটকয়েন আর্ন করুন, কোন প্রকার ইনভেষ্টমেন্ট ছাড়া,ট্রাষ্টেট সাইট থেকে।পেমেন্ট নিন বিকাশে।



আজ আমি আপনাদের দুটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যারা অনেষ্টলি পেমেন্ট দিচ্ছে:
(১) ফ্রি বিটকো ডট ইন:
বর্তমানে বিটকয়েনের দাম দিন দিন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, আশা করা হচ্ছে ডিসেম্বর 2017 নাগাদ এর দাম 20,000 ডলারে উন্নিত হবে। আপনি যদি প্রতি দিন অল্প অল্প করে সাতোসি আয় করেন তা হলে কম পক্ষে ছয় মাসে এক বিটকয়েন আয় করা সম্ভব। আপনি যদি বর্তমান রেইটও হিসাব করেন, 1বিটকয়েন= 15,000 ইউএস ডলার, তাহলে ছয় মাসে এক বিটকয়েন আয় করলে মাসে কত হয় ? প্রায় 2,500 ডলার যা বাংলাদেশী টাকায় 2,00,000 টাকা। তাই আসুন প্রতি দিন অল্প অল্প করে বিটকয়েন আয় করি এবং দীর্ঘ মেয়াদী ইনকাম করি।
==================================================================
আজ আমি আপনাদের সামনে ট্রাষ্টেট ফ্রি বিটকয়েন ইনকাম করার সাইট নিয়ে আলোচনা করবো।
ফ্রি বিট কো ডট ইন
বর্তমানে বিটকয়েন আর্ন করার খুবই বিশ্বস্ত সাইট হলো ফ্রি বিট কো ডট ইন, এই সাইটটির বয়স তিন বছর হতে চললো, পেমেন্ট নিয়ে কোন অভিযোগ নেই। কোন প্রকার ইনভেষ্ট করতে হয় না, শুধু মাত্র সময় দিতে হয়। কিছু কাজ আছে, যা করে আপনি প্রতি মিনিটে সাতোসি আয় করতে পারবেন।
দশ কোটি সাতোসি = ১ বিটকয়েন। ১বিটকয়েন ইনকাম করতে আপনার একমাসও লাগতে পারে, দুই মাসও লাগতে পারে আবার তিন মাসও লাগতে পারে। আমি ধরে নিলাম ছয় মাস লাগলো। ছয়মাসে 15,000 ডলার ইনকাম। তাহলে মাসে ইনকাম 15,000÷6=2,500ডলার। প্রতিমাসে 2,500 ডলার= 2,00,000 টাকা।
আপনাকে ইনকাম হাতে নেয়ার জন্য ছয় মাস অপেক্ষা করতে হবে না। প্রতিসপ্তাহে যা ইনকাম হবে, অটো উইথড্রয়ালের মাধ্যমে আপনার বিটকয়েন একউন্ট এ পেমেন্ট চলে যাবে। এর জন্য আপনাকে যা করতে হবে,তা হলো প্রতি ঘন্টায় কিছু কাজ আছে তা করতে হবে।
কাজ কি ?
(১)রোল প্লে করা,
(২) সাপ্তাহিক লটারীতে অংশ গ্রহন করা,
(৩) মাল্টিপ্লাই/বেট করা ইত্যাদি।
আগে একটি বিটকয়েন একাউন্ট ওপেন করুন, বিটকয়েন(যদি ওপেন করা না থাকে)একাউন্ট ওপেন করতে হলে এখানে ক্লিক করুন:
CLICK HERE
তারপর সাইনআপ/Form Fill Up করুন
এর পর সেখানে ফরম টি ফিলআপ করুন তারপর মেইল এ যান, মেইল ভেরিফিকেশন করুন।(এ প্রসেসটি যাদের বিটকয়েন আইডি নাই তাদের জন্য, যাদের আছে তাদের আর নতুন করে রেজিষ্ট্রার করতে হবে না।)
তারপর লাগইন করুন, WALLET এ ক্লিক দিন,
নিম্নরুপ একটি ইউআরএল এর মতো আসবে,
এটাই আপনার বিটকয়েন আইডি / এড্রেস:
1K4Z2xuJKiwmbc7SiZTVMBrEUhTDwn9gW9
এইরুপ যে বিটকয়েন আইডি / এড্রেসটি আছে সেটা আপনার ফ্রি বিটকো ডট ইন এ সাইনআপ করার সময় লাগবে।
তারপর ফ্রি বিটকো ডট ইন এ সাইনআপ করুন। সাইন আপ করতে এখানে ক্লিক করুন:
CLICK HERE
তার পর সাইন আপ এ ক্লিক করুন:
তারপর মেইল, পাসওয়ার্ড এবং আপনার বিটকয়েন আইডি / এড্রেসটি ওখানে কপি করে এনে পেষ্ট করে দিন নীচের ছবির মতো, তারপর I’m not a robot এর বক্সে ক্লিক দিয়ে sign up! এ ক্লিক দিন।
আমার রেফারেল লিংকটা (4346749) কনফার্ম হয়ে নিবেন, তাহলে ভবিষ্যতে আমার কাছ থেকে টিম সাপোর্ট পাবেন।
কাজ:
এবার আসুন কাজটা কিভাবে করতে হবে বুঝে নিন। লগইন করার পর FREE BTC তে ক্লিক করুন। তারপর স্ক্রল করে নচের দিকে আসুন সেখানে ROLL কথাটিপাবেন। ROLL এ ক্লিক করুন। সাতোসি আয় হবে। এভাবে প্রতি ঘন্টায় রোল করারমাধ্যমে সাতোসি আয় করতে হবে। কমপক্ষে ত্রিশ হাজার সাতোসি হলে আপনিমাল্টিপ্লাই করে পরবর্তী স্টেপে অধিক আয় করতে পারবেন। মাল্টিপ্লাই করেআপনি দিনে ত্রিশ হাজার সাতোসি আয় করতে পারবেন। সেক্ষেত্রে কিছু ট্রিকআছে, ধাপে ধাপে জানিয়ে দেয়া হবে।
==========================================================================================
কোন কিছু জানার থাকলে ফেইসবুকে নক করুন,সার্বিক সহযোগীতা করা হবে।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করুন: এখানে ক্লিক করুন
======================================================================================
(২) বিটকোইনকার ডট কম:
প্রতি ৫ মিনিট অন্তর অন্তর ১০০ সাতোসি আয় করুন:
সাইটটির নাম হলো: Bitcoinker
কাজ শুরু করতে এখানে ক্লিক করুন: Bitcoinker
এখানে সাইন আপ করা লাগে না।
কাজ কি ?
কাজ তিনটি:
(১) captcha ফিলআপ করবেন,
(২) আপনার Bitcoin address বসাবেন,
(৩) “Claim Bitcoin” এ Click করবেন।
নীচের ছবিতে দেখুন:

“Claim Bitcoin” এ Click সাথে সাথে আপনাকে সর্বনিম্ন ২০ সর্বোচ্চ ২০০ সাতোসি প্রদান করবে, এভাবে আপনি প্রতি ৫ মিনিট অন্তর অন্তর সাতোসি আয় করতে পাবেন। ২৪ ঘন্টায় আপনি ১২০ বার সাতোসি আয় করার সুযোগ পাবেন। কোন প্রকার VPS, VPN or Proxy use করবেন না, এবং মাল্টিপল একাউন্ট ব্যবহার করবেন না। Payouts দেয়া হয় প্রতি রোববার, Payouts হয় automatically.
সর্বনিম্ন পে-আউট 20,000 Satoshis. একউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার বিটকয়েন একউন্ট এ রাইট বাটন ক্লিক করে নতুন একটি টেব খুলুন, তাহলেই আপনার টোটাল আর্নি জানতে পারবেন। নীচের ছবিটি ফলো করুন:

তারপর নিম্নরুপ একটি ইমেজ আসবে, সেখানে আপনার ব্যালেন্স দেখানো হবে:

এভাবে প্রতি ৫ মিনিট অন্তর অন্তর সাতোসি আয় করুন।
বিটকয়েন ওয়ালেট খুলতে এখানে ক্লিক করুন: COINBASE WALLET
বিদ্র: কয়েনবেস ওয়ালেট এ একাউন্ট খুলতে ভোটার আইডি লাগে।
যে কোন সমস্যায় : ফেসবুক

1বিটকয়েন= 15,000 ইউএস ডলার,ফ্রিতে বিটকয়েন আর্ন করুন, কোন প্রকার ইনভেষ্টমেন্ট ছাড়া,ট্রাষ্টেট সাইট থেকে।পেমেন্ট নিন বিকাশে।



আজ আমি আপনাদের দুটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যারা অনেষ্টলি পেমেন্ট দিচ্ছে:
(১) ফ্রি বিটকো ডট ইন:
বর্তমানে বিটকয়েনের দাম দিন দিন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, আশা করা হচ্ছে ডিসেম্বর 2017 নাগাদ এর দাম 20,000 ডলারে উন্নিত হবে। আপনি যদি প্রতি দিন অল্প অল্প করে সাতোসি আয় করেন তা হলে কম পক্ষে ছয় মাসে এক বিটকয়েন আয় করা সম্ভব। আপনি যদি বর্তমান রেইটও হিসাব করেন, 1বিটকয়েন= 15,000 ইউএস ডলার, তাহলে ছয় মাসে এক বিটকয়েন আয় করলে মাসে কত হয় ? প্রায় 2,500 ডলার যা বাংলাদেশী টাকায় 2,00,000 টাকা। তাই আসুন প্রতি দিন অল্প অল্প করে বিটকয়েন আয় করি এবং দীর্ঘ মেয়াদী ইনকাম করি।
==================================================================
আজ আমি আপনাদের সামনে ট্রাষ্টেট ফ্রি বিটকয়েন ইনকাম করার সাইট নিয়ে আলোচনা করবো।
ফ্রি বিট কো ডট ইন
বর্তমানে বিটকয়েন আর্ন করার খুবই বিশ্বস্ত সাইট হলো ফ্রি বিট কো ডট ইন, এই সাইটটির বয়স তিন বছর হতে চললো, পেমেন্ট নিয়ে কোন অভিযোগ নেই। কোন প্রকার ইনভেষ্ট করতে হয় না, শুধু মাত্র সময় দিতে হয়। কিছু কাজ আছে, যা করে আপনি প্রতি মিনিটে সাতোসি আয় করতে পারবেন।
দশ কোটি সাতোসি = ১ বিটকয়েন। ১বিটকয়েন ইনকাম করতে আপনার একমাসও লাগতে পারে, দুই মাসও লাগতে পারে আবার তিন মাসও লাগতে পারে। আমি ধরে নিলাম ছয় মাস লাগলো। ছয়মাসে 15,000 ডলার ইনকাম। তাহলে মাসে ইনকাম 15,000÷6=2,500ডলার। প্রতিমাসে 2,500 ডলার= 2,00,000 টাকা।
আপনাকে ইনকাম হাতে নেয়ার জন্য ছয় মাস অপেক্ষা করতে হবে না। প্রতিসপ্তাহে যা ইনকাম হবে, অটো উইথড্রয়ালের মাধ্যমে আপনার বিটকয়েন একউন্ট এ পেমেন্ট চলে যাবে। এর জন্য আপনাকে যা করতে হবে,তা হলো প্রতি ঘন্টায় কিছু কাজ আছে তা করতে হবে।
কাজ কি ?
(১)রোল প্লে করা,
(২) সাপ্তাহিক লটারীতে অংশ গ্রহন করা,
(৩) মাল্টিপ্লাই/বেট করা ইত্যাদি।
আগে একটি বিটকয়েন একাউন্ট ওপেন করুন, বিটকয়েন(যদি ওপেন করা না থাকে)একাউন্ট ওপেন করতে হলে এখানে ক্লিক করুন:
CLICK HERE
তারপর সাইনআপ/Form Fill Up করুন
এর পর সেখানে ফরম টি ফিলআপ করুন তারপর মেইল এ যান, মেইল ভেরিফিকেশন করুন।(এ প্রসেসটি যাদের বিটকয়েন আইডি নাই তাদের জন্য, যাদের আছে তাদের আর নতুন করে রেজিষ্ট্রার করতে হবে না।)
তারপর লাগইন করুন, WALLET এ ক্লিক দিন,
নিম্নরুপ একটি ইউআরএল এর মতো আসবে,
এটাই আপনার বিটকয়েন আইডি / এড্রেস:
1K4Z2xuJKiwmbc7SiZTVMBrEUhTDwn9gW9
এইরুপ যে বিটকয়েন আইডি / এড্রেসটি আছে সেটা আপনার ফ্রি বিটকো ডট ইন এ সাইনআপ করার সময় লাগবে।
তারপর ফ্রি বিটকো ডট ইন এ সাইনআপ করুন। সাইন আপ করতে এখানে ক্লিক করুন:
CLICK HERE
তার পর সাইন আপ এ ক্লিক করুন:
তারপর মেইল, পাসওয়ার্ড এবং আপনার বিটকয়েন আইডি / এড্রেসটি ওখানে কপি করে এনে পেষ্ট করে দিন নীচের ছবির মতো, তারপর I’m not a robot এর বক্সে ক্লিক দিয়ে sign up! এ ক্লিক দিন।
আমার রেফারেল লিংকটা (4346749) কনফার্ম হয়ে নিবেন, তাহলে ভবিষ্যতে আমার কাছ থেকে টিম সাপোর্ট পাবেন।
কাজ:
এবার আসুন কাজটা কিভাবে করতে হবে বুঝে নিন। লগইন করার পর FREE BTC তে ক্লিক করুন। তারপর স্ক্রল করে নচের দিকে আসুন সেখানে ROLL কথাটিপাবেন। ROLL এ ক্লিক করুন। সাতোসি আয় হবে। এভাবে প্রতি ঘন্টায় রোল করারমাধ্যমে সাতোসি আয় করতে হবে। কমপক্ষে ত্রিশ হাজার সাতোসি হলে আপনিমাল্টিপ্লাই করে পরবর্তী স্টেপে অধিক আয় করতে পারবেন। মাল্টিপ্লাই করেআপনি দিনে ত্রিশ হাজার সাতোসি আয় করতে পারবেন। সেক্ষেত্রে কিছু ট্রিকআছে, ধাপে ধাপে জানিয়ে দেয়া হবে।
==========================================================================================
কোন কিছু জানার থাকলে ফেইসবুকে নক করুন,সার্বিক সহযোগীতা করা হবে।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করুন: এখানে ক্লিক করুন
======================================================================================
(২) বিটকোইনকার ডট কম:
প্রতি ৫ মিনিট অন্তর অন্তর ১০০ সাতোসি আয় করুন:
সাইটটির নাম হলো: Bitcoinker
কাজ শুরু করতে এখানে ক্লিক করুন: Bitcoinker
এখানে সাইন আপ করা লাগে না।
কাজ কি ?
কাজ তিনটি:
(১) captcha ফিলআপ করবেন,
(২) আপনার Bitcoin address বসাবেন,
(৩) “Claim Bitcoin” এ Click করবেন।
নীচের ছবিতে দেখুন:

“Claim Bitcoin” এ Click সাথে সাথে আপনাকে সর্বনিম্ন ২০ সর্বোচ্চ ২০০ সাতোসি প্রদান করবে, এভাবে আপনি প্রতি ৫ মিনিট অন্তর অন্তর সাতোসি আয় করতে পাবেন। ২৪ ঘন্টায় আপনি ১২০ বার সাতোসি আয় করার সুযোগ পাবেন। কোন প্রকার VPS, VPN or Proxy use করবেন না, এবং মাল্টিপল একাউন্ট ব্যবহার করবেন না। Payouts দেয়া হয় প্রতি রোববার, Payouts হয় automatically.
সর্বনিম্ন পে-আউট 20,000 Satoshis. একউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার বিটকয়েন একউন্ট এ রাইট বাটন ক্লিক করে নতুন একটি টেব খুলুন, তাহলেই আপনার টোটাল আর্নি জানতে পারবেন। নীচের ছবিটি ফলো করুন:

তারপর নিম্নরুপ একটি ইমেজ আসবে, সেখানে আপনার ব্যালেন্স দেখানো হবে:

এভাবে প্রতি ৫ মিনিট অন্তর অন্তর সাতোসি আয় করুন।
বিটকয়েন ওয়ালেট খুলতে এখানে ক্লিক করুন: COINBASE WALLET
বিদ্র: কয়েনবেস ওয়ালেট এ একাউন্ট খুলতে ভোটার আইডি লাগে।
যে কোন সমস্যায় : ফেসবুক

বাংলাদেশের সেরা অনলাইন আর্নিং সাইট, Dreamploy এর ইনকামের নিয়ম (Generation Income) Payment Bikash or Das-Bangla Rocket



REFERR ID : 660478
কেউ ভুয়া বলছি, কেউ দোটানায় আছি, কেউ রিতিমত গালি দিচ্ছি, কেউ কেউ তো ড্রীম্পলয় কে একেবারেই মন থেকে মুছে দিয়েছি, অনেকে আবার সমস্ত ভালোবাসা ড্রীম্পলয় এর জন্য বিলিয়ে দিয়ে অনবরত এসব কিছুর প্রটেষ্ট করে যাচ্ছি, কেউ কেউ চুপ করে লুকিয়ে বেড়াচ্ছি যেন কোন প্রশ্নের সম্মুখীন না হতে হয়, কেউ নিজেকে বুঝানোর চেষ্টা করছি, কেঊ অন্যকে বোঝানোর চেষ্টা করছি, কেঊ গালির বদলে গালি, রাগ এর বদলে রাগ আর হুমকির মুখে হুমকি দিয়ে যাচ্ছি, আবার কেউ কেউ বসে সব তামাশা দেখছি, আর মনকে এমন ভাবে স্থির করে নিয়েছি যে ড্রীম্পলয় থাকলো থকুক, না থাকলে না থাকুক, এর কাজ আসলে আসুক, না আসলে না আসুক, কোন দায় নেই, আসলে কাজ শুরু করব, না আসলে করব না, যা হবার হইছে, এরকম ই হওয়ার কথা ছিল – এসব নানান রকমম মনঃ স্তাত্তিক প্রতিক্রিয়ায় যার যার কর্ম কান্ড সম্পাদন করে যাচ্ছি। আর এরকম হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়।
যাই হোক বন্ধুরা, সার্বিক ভাবে ড্রীম্পলয় এর বর্তমান সঠিক অবস্থান সম্পর্কে আপানাদের কে অবগত করার উদ্দেশ্যে আমি কিছু লিখার চেষ্টা করছি। আর হ্যা, সিচুয়েশন গুলো শত ভাগ সঠিক হিসেবে নির্দ্বিধায় মেনে নিতে পারেন, বাকীটা যার যার পারসোনাল ব্যাপার :
এপস্ ডাউনলুড লিংক: dreamploy
REFERR ID : 660478
♣ আমরা ইতিমধ্যেই “ড্রীম্পলয় এডভারটাইজিং এন্ড ফ্রীল্যান্সিং কোম্পানি প্রা: লি:” নামে সরকার অনুমোদিত লিমিটেড কোম্পানির মনোনিত সার্টিফিকেট হাতে পেয়ে গেছি, যার ভার্চুয়াল ভার্শন ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে।
♣ ড্রীম্পলয় এর ‘প্রধান শাখা কার্যালয়’ ইতিমধ্যে সমপুর্ণ রূপে চালু হয়ে গেছে, যেখান থেকে মূলত মার্কেটিং ও আইটি ডিপার্টমেন্ট তাদের পরিপূর্ণ কার্যক্রম রিতিমত পরিচালনা করে চলেছে। অনেক বড় বড় কোম্পানীর সাথে নানান রকম ব্যাবসায়িক আলোচনা ও চুক্তি এখান থেকেই সম্পাদিত হচ্ছে।
♣ আনন্দের ব্যাপার হলো, ইতিমধ্যে বাংলাদেশের বড় একটি টেলিকমুনিকেশন কোম্পানির সাথে চূড়ান্ত চুক্তি ভিত্তিক – তারা ড্রীম্পলয় এর সকল সদস্য কে ফ্রী-তে কর্পোরেট সিম কার্ড প্রদান করার সিদ্ধান্ত দিয়েছে যেটার কল রেট ও ইন্টারনেট চার্য তুলনামূলক অনেক কম। আর, প্রশংসনীয় যে, তারা সিমকার্ড গুলোর নাম্বার মেম্বার দের রেফার আইডির সাথে মিল রেখে সরবরাহ করার সহমত প্রকাশ করেছেন।
♣ ইন্টারন্যাশনাল মানের ওয়েবসাইট এর ল্যান্ডিং পেইজ অলরেডি আপনারা ব্যবহার করছেন, এবং ড্রীম্পলয় এর নিজস্ব নিঊজ পোর্টাল ও অনলাইন টিভি প্রোগ্রামের কাজ ইতিমদ্ধে শুরু হয়ে গেছে। এছাড়াও ড্রীম্পলয় এর স্বতন্ত্র তিনটি ব্লগ পেইজ খুব দ্রুত ওপেন হওয়ার অপেক্ষায় আছে। আর এগুলোর সবগুলোই সকলের আর্নিং এর জন্য অত্যন্ত উত্কৃষ্ট মাধ্যম।
♣ মিডিয়া এন্ড সোশ্যাল নেটওয়ার্ক পোর্টাল টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবং পোর্টাল টি প্রাথমিক ভাবে ওয়েবসাইট এ আপলোড করার কাজ আমাদের আইটি ডিপার্টমেন্ট অলরেডি শুরু করে দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে ইন শা আল্লাহ্‌ আগামীকাল ই আমরা পোর্টাল টি ওয়েবসাইট এ পেয়ে যেতে পারি।
♣ আর এটা বলা বাহুল্য যে, সকলের টার্গেট এখন হলো এপ্স এর দিকে। এপ্স কবে আসবে, কখন কাজ পাবেন, কিভাবে আইডি এপ্রোভ করা হবে – এগুলো হচ্ছে আমাদের বর্তমানের সবচেয়ে হট ও কমন প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ত কেউ ই ক্লিয়ার করে পান নি বা ইতিপূর্বে প্রকাশিত সম্ভাব্য তারিখ গুলো বরাবর ই বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত কারণ বশত ব্যার্থ হয়ে এসেছে যেখানে ড্রীমপ্লয় ম্যানেজমেন্ট এর চেষ্টার কখনোই কোন কমতি ছিল না। তাই পরবর্তী সম্ভাব্য তারিখ সম্পর্কে সম্মানিত এডমিন গণ পর্যন্ত অবগত থাকলেও সকল কে নির্দিষ্ট কোন তারিখ প্রদান করা হয়নি।কারণ পাব্লিক কমুনিকেশন ও পাব্লিক সার্ভিস এর জন্য আমাদের ২২ জন সম্মানিত ও বিচক্ষণ এডমিন সারা দিন রাত ২৪ ঘন্টা সকলের সমস্যা সমাধানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আর উল্টো তারাই এসব কারণে সকলের চক্ষু শূল হচ্ছে, তাদের কে সহ্য করতে হচ্ছে নানা রকম গালি গালাজ, নিন্দা, বাঞ্চনা সহ অনেক কিছু।
যাই হোক, ওসব আবেগের কথা বলে লাভ নেই তো, যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই, এটাই হচ্ছে এখন ম্যাক্সিমাম মেম্বার্স দের মূল মন্ত্র। কিন্তু বন্ধুরা আমাদের সকলের ই মানবিক ও বিবেক বোধ বলতে কিছু থাকা উচিৎ, তাই না? আর বিষয় টা তো কোন মামুলি ব্যাপার নয় বা খুব ইজি কোন কিছু নয় যে, যে কেঊ, যে কোন সময়,চট করে যার – যেমন মনে চায়, সেভাবে বানিয়ে ছেড়ে দিতে পারে। ভাই, এই এপ্স টাই হচ্ছে আপানার, আমার সকলের আইডি সংরক্ষণ, আর্নিং এর সোর্স, আর্নিং এর হিসাব নির্ধারক ও রক্ষক, নিজের টিম ম্যানেজার, নিজের সকল কার্যক্রম এর প্রুফ এবং উপার্জিত অর্থ নিজের পকেটে নিয়ে আসার একমাত্র মাধ্যম।আর এতগুলো বিষয় এর অতি সুক্ষ সমন্বয় ও সুন্দর ভাবে উপস্থাপন তাও আবার ছোট্ট একটা এপ্স এর মাদ্ধ্যমে তা সত্যি ই অনেক বেশী সময় সাপেক্ষ ও চরম অধ্যাবসায় এর ব্যাপার। আজ ১৫ তারিখ, পূর্বের ৭-৮ তারিখ এ পুর্বোঘোষিত নির্ধারিত তারিখ টি সম্মানিত এপ্স ডেভলোপার এর নির্দেশনা অনুযায়ী প্রদান করা হলেও পরবর্তীতে আরো নতুন নতুন বেশ কিছু টার্ম তাকে এড করতে দেয়া হয়েছিল, যার ফলে তিনি সেই সময় সেটা সম্পন্ন করতে পারেন নি। এর পর ডেভলোপার সাহেব ম্যানেজমেন্ট কে ১৪/১৫ তারিখে এপ্স হ্যান্ড ওভার করার আশ্বাস দেন।যদিও পাব্লিক লি এই ডেট প্রকাশ করা হয় নি, তবুও ডেভলোপার এর সাথে নিয়মিত যোগাযোগ এর নিমিত্তে আমরা গত কাল রাতে এপ্স হাতে পাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী গত কাল রাতে ম্যানেজমেন্ট এপ্সটি হাতে পাওয়ার পর থেকে (আমাদের ইন্টারনাল ডেভলোপার রা রাত থেকে এপ্স টি টেস্ট করে যাচ্ছে। আজ সকালে APPS এ একটি BUG (problem) পাওয়া যায়, যার ফলে PLAYSTORE এ UPLOAD করা পসিবল হবে না। আমাদের দহ্ম DEVELOPERS TEAM এটা FIX করার চেষ্টা করছেন। যে কোন সময় এটি ঠিক হয়ে যাবে। তবে DEVELOPERS TEAM আমাদের কাছে ৭ দিন সময় চেয়েছেন। ২৩ তারিখের আগেই APPS টি PLAY STORE এ পাওয়া যাবে এবং CHALLENGE ও অন্যান্য কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সদস্যদের কে সেই পর্যন্ত ধৈর্য রাখার জন্য সর্বশেষ অনুরোধ করা হচ্ছে।) (ব্র‍্যাকেট এর কথা টুকু স্বয়ং সি,ই,ও স্যার এর মেসেজ থেকে কপি করা)
এখন আসলে আমাদের আর কিছু করার নেই।
REFERR ID : 660478
dreamploy
ড্রীম্পলয় ম্যানেজমেন্ট আমাদের নিকট আরও এক সপ্তাহ সময় ধার চেয়েছেন, আর ইন শা আল্লাহ এই সময়সীমা পরিবর্তন হওয়ার মত কোন চান্স ই নেই। আপনারা যেমন অনেক অপেক্ষা করলেন ড্রীম্পলয় ম্যানেজমেন্ট ও কিন্তু তাদের চেষ্টার বিন্দু মাত্র কোন কমতি রাখে নি। এখন বাস্তবতার প্রেক্ষাপট এ সবকিছু বিবেচনা করে মেনে নেয়ার দায়িত্ব একান্ত আপনাদের হাতেই। আস্থা রাখুন ড্রীমপ্লয় এর উপর, সফলতা আসবেই। হতাশ হওয়ার কোন কারণ ই নেই। আজ সাময়িক অসুবিধার কারণে ড্রীমপ্লয় নির্ধারিত সময়ে সকল সেবা প্রদান না করার কারণে অনেকেই যেমন ম্যানেজমেন্ট কে নানান ভাবে কটুক্তি করছেন, কাল যখন সচল হবে, তখন কিন্তু আবার তারাই ভক্তি সহকারে ফিরে এসে ড্রীম্পলয়ের জয়গান গাবেন। আমাদের সকলের সর্বাত্মক মঙ্গল এর জন্যই ড্রীমপ্লয় কাজ করে যাচ্ছে। তাই ড্রীমপ্লয় এর সাথে থাকুন, একদিন ড্রীমপ্লয় আপামর দুনিয়া জয় করবে ইন শা আল্লাহ।
ধন্যবাদ
টীম ড্রীম্পলয়

Sunday, November 26, 2017

makearn.com থেকে আয় করুন প্রতিদিন ১-৫ ডলার আর পেমেন্ট নিন বিকাশে ।ভিডিও সহ দেখে নিন এখুনি

আস্সালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি সাইটের টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের জন্য।
সাইটির নাম হচ্ছে:makearn.com প্রথমেই বলি রাখি আপনারা যদি আমার রেফার ID ME9200 দিয়ে জয়েন্ট করেন তাহলে আমি আপনাদের সকল টেনিং দিতে রাজি আছি। দয়া করে সম্পূন লেখাটি পড়বেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু ৷

আমরা অনেকেই হয়তো Earn Stations এ কাজ করি“Earn Stations” এটি একটি আমেরিকান সাইট ।সাইটের প্রধান কার্যালয় আমেরিকাতে অবস্থিত । এই সাইটের জন্ম 2014 সালের ডিসেম্বর মাসে ।বাংলাদেশ সহ বিশ্বের 254 টি দেশে এটির কার্যালয় অবস্থিত ।বাংলাদেশে এই সাইটের কার্যক্রম শুরু হয়েছে এ বছরের শুরুতে ।বিশ্বস্ততার সাথে সেবা দান করে সামনে এগিয়ে চলেছে।বাংলাদেশে এই সাইটের শাখা আছে বলা যেতে পারে ।ঢাকাই এই সাইটের তিনটি আছে একটি হেড অফিস আর দুটি সাব অফিস ? ।

earnstations কম্পানির  নতুন একটি সাইট makearn অনেকেই হয়তো makearn এ কাজ শুরু করে দিয়েছি । অনেকে আবার makearn.com কাজ শুরু করব ভাবছি, কেউ আবার ভাবছি জগতে কত সাইটের নামতো শুনলাম, বেশির ভাগই স্ক্যাম করে চলে যায়। কিন্তু 1000% নিশ্চয়তা এই সাইটটিতে পাবেন। এই সাইট থেকেই আয় করার ইচ্ছা নিয়ে কাজ শুরু করুণ ইনশা অাল্লাহ আপনিও সফল হবেন। তবে এক্ষেত্রে একটু ভাল দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে।

কাজ না করলে শুধু শুধু একাউন্ট না করার জন্য অনুরোধ রইল৷

 এ কাজটির জন্য আপনার যা যা লাগবেঃ

১. কম্পিউটার/ল্যাপটপ/এন্ড্রোয়েড মোবাইল;
২. ইন্টারনেট সংযোগ (wifi/broadband) যারা wifi/broadband ব্যবহার করেন না তাদের কে বলি Account না করতে ,কারণ তারা 2 দিন কাজ করেই আর কাজ করতে চাই না ৷
৩. মোবাইলের জন্য Chrome ব্রাউজারটি ব্যবহার করতে হবে… ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজারই হবে ৷

01. makearn কি ?

makearn একটি আমেরিকান সাইট। বাংলাদেশে brand ambassador রয়েছে। সাইটা খুবই ভালো বেশি বেশি ইনকামের জন্য এই সাইট সবার সেরা। কাজ হলো ইউটিউব ভিডিও দেখা। makearn হচ্ছে Video দেখার মাধ্যমে আয় করা সাইট 2017 সালের প্রথম আসে এবং অনেকদিন থাকবে ৷অনেকেই বলে যতদিন youtube আছে ততদিন makearn আছে। Lifetime grunted site.

 02.makearn এ কি ভাবে account করবেন ?

a) প্রথমে এই খানে ক্লিক করুন http://makearn.com

b) এমন একটি পেজ আসবে সব গুলো ঠিক ভাবে পূরন করুন ৷

 (Full Name,Phone,Email,Password,Referral ID ME9200 ,Country)দিয়ে Register এ ক্লিক করবেন।

 বি:দ্র :Referral ID অবশ্যই দিতে হবে তাছাড়া Account Register হবে না ৷সতর্কতা Referral ID ME9200 ভুল হলে account Open হবে না ।

 c ) তারপর Email Verify করবেন Email এ ঢুকে makearn.com থেকে একটা Mail দেখতে পাবেন Inbox এ অথবা Spam Folder এ, mail এ ঢুকে একটা link দেখতে পাবেন, ওটায় ক্লিক করলেই email verify হয়ে যাবে ।

d ) Email verify হয়ে গেলে সরাসরি makearn.com এ আপনার account এ লগিন হয়ে যাবে।

makearn.com এর account $20 ডলার দিয়ে active করতে হয়।আপনি কাজ করে ডলার income করেও account active করতে পারবেন,তা যদি না পারেন 20 দিনে $20 ডলার করতে তাহলে আপনি যার রেফারে জয়েন্ট করেছেন তার থেকে Active করে নিতে পারেন অথবা makearn এ Top Up Option পাবেন ওখান থেকেও Active করতে পারেন। কিন্তু আমি বলি একবার শুধু আইডি Active করে দেখেন আপনার প্রতিদিন ১-৫ ডলার ইনকাম আসবে।

বি:দ্র: ফ্রি তে Account Active করতে পারেন ৷সেক্ষেএে 20 দিন কাজ করতে হবে ৷

অনেকে আবার টাকা দিয়ে Account Active করতে চাইনা, তাদের কে বলবো আপনারা ফ্রি তে Account Active করতে পারেন।

 03:makearn এ কি ভাবে কাজ করবেন ?

makearn.com এ Login করার পরে দেখুন Watch Video এখানে ১০ ভিডিও পবেন। সেগুলোতে ক্লিক করলে  player Ready আসবে এইটা তে ক্লিক করে  প্রতিটি ভিডিও ১৮০ সেকেন্ড বা তিন মিনট করে দেখলেই হবে।তারপর নিচে Click এ ক্লিক করলে Youtube এ নিয়ে যাবে তারপর Video টি like, Comment and Share করতে হয় যে কোন জায়গাতে Share করা যায় এর জন্য চাইলে একটি Fake facebook id খুলে নিতে পারেন। আর প্রতিটি ভিডিওর জন্য 0.08 ডলার তাহলে দেখুন ২০ টা ভিডিও দেখলে ০.০৮*১০=.৮০ ডলার নিজের ইনকাম, এছাড়া আপনার যত রেফার থাকবে ততো ইনকাম হবে. অংকটা দেখুন ধরুন আপনার ১০জন রেফার আছে তারা প্রতিদিন ১ ডলার ইনকাম করে তাহলে আপনাকে কমিশন দিবে কোম্পানি ১০% অথাৎ ১ জন রেফার ১ ডলার ইনকাম করলে আপনি পাবেন ০.১ ডলার। তাহরে দেখুন ১০ জন রেফার হলেই আপনার আরো ১ ডলার ইনকাম হচ্ছে + নিজের ১ ডলার = ২ ডলার প্রতিদিন। এবাবে যত রেফার বানাবেন ততো ইনকাম হবে।

 সুবিধাসমূহ:

1.withdraw দেয়ার 72 ঘন্টার মধ্যে টাকা Paid করা হয়।(Bkash,DBBL Rocket, Bank, Payoneer, Paypal) মাধ্যমে টাকা উঠানো যায় ৷

2.server অত্যন্ত ভালো ও very high speed.
3. মাত্র 50 ডলার হলেই withdraw করা যায়।
4. Live Support ব্যবস্থায় সরাসরি সমস্যার সমাধান পাওয়া যায়।
5. এছাড়া কোম্পানির Support ব্যবস্থা অত্যন্ত কার্যকর।

makearn এ সর্বনিম্ন $50 ডলার Withdraw দিতে হয়, এ জন্য অনেকে মনে করেন $৫০ ডলার withdraw দেয় তাহলে হয়তো সাইট টি ভুয়া কিন্তু না সাইট টি ভুয়া না। সাইটিতে অনেক ইনকাম এজন্য সাইটির মালিক সর্বনিম্ন $50 ডলার withdraw ব্যবস্থা করেছেন।নিজেই দেখুন কয়েক মাসে কত ডলার makearn পেমেন্ট করেছে,অন্য সাইট এতো পেমেন্ট করেছে আমার জানা নাই। চাইলে সবাই কাজ করতে পারেন সাইট টি অনেক দিন থাকবে।1000% trusted site তাছাড়া আপনি যদি কয়েকটা রেফার বানাতে পারেন ৫০ ডলার হতে ১৫ দিন লাগবে মাসে দুইবার পেমেন্ট নিতে পারবেন এভাবে।

সাইটের শর্তাবলি ঃ
১। আপনি একটা ডিভাইস থেকে ১ টাই একাউন্ট খুলতে পারবেন। যদি অনেকগুলো একাউন্ট একসাথে খুলেন তাহলে আপনাকে ব্যান করে দিবে।
২। আপনার রেফারেল দিয়ে যতজন কে ইচ্ছা একাউন্ট ওপেন করান।
৩। আপনার রেফার যত বেশী হবে তত তাড়াতাড়ি একাউন্টে টাকা জমাতে পারবেন এবং উইথড্র করতে পারবেন।
৪। আপনার আইডি থেকে নূন্যতম তিন জনকে আইডি একটিভ করে দিতে হবে আপনার একাউন্ট একটিভ হওয়ার পরে, না হলে টাকা উইথড্র করতে পারবেন না।
৫। টাকা উইথড্র করার জন্য আপনাকে নুন্যতম ৫০ ডলার আর্ন করতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার গ্রুপে জয়েন করেন আমার সাথে কাজ করার জন্য।

আপনারা আমার থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার রেফার ID: ME9200 দিয়ে Account করবেন, তাতে আমার কিছু লাভ হবে এজন্য আমি আপনাদের কাছে কৃতগ্য থাকবো। আপনাদের প্রয়োজনে আমি সবসময় সাহায্য করব।

 বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুণ:ফেসবুক