Friday, January 16, 2015

বিবিএ [ BBA ] পড়তে চাচ্ছেন ? কোন দেশে কেমন সুযোগ ?




সারা পৃথিবীব্যাপী এখন ব্যাবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে । তৈরি হচ্ছে নবীন উদ্যোক্তরা । বিভিন্ন চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে ব্যাবসা প্রশাসনে পড়া গ্র্যাজুয়েটরা । এমনকি অন্য বিষয়ে পড়াশুনা করেও দক্ষতা বাড়ানোর জন্য শিক্ষার্থীরা এমবিএ করে নিচ্ছে ।

ক্রমবর্ধমান চাহিদার জন্য ব্যাবসায় শিক্ষার উপর পড়াশুনা এখন পৃথিবীব্যাপী অত্যন্ত জনপ্রিয় ।

যদি আপনি বিবিএ পড়তে চান তাহলে জেনে নিন বিভিন্ন দেশে কম খরচে পড়ার তথ্যঃ

মালয়েশিয়াঃ 



প্রায় শতভাগ ভিসা সম্ভাবনা , কাজের সুযোগ, এবং গুণগত মান ভাল থাকার কারণে মালয়েশিয়া এই মুহূর্তে বিবিএ পড়ার জন্য সবচেয়ে আদর্শ জায়গা । এখানে পড়ার জন্য কোন আইএলটিএস বা ব্যাংক স্পন্সর এর প্রয়োজন নেই ।

খরচঃ
বিবিএ ৩ বছর ।
Lincoln University: প্রতি বছর ৯০০০ রিঙ্গিত, ১ রিঙ্গিত = ২৫ টাকা , ২ লক্ষ ২৫ হাজার টাকা প্রতি বছর ।

FTMS Global College: প্রতি সেমিস্টার ৭০০০ রিঙ্গিত , ১ রিঙ্গিত = ২৫ টাকা , ১ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতি সেমিস্টার ।

এছাড়া পড়তে পারবেন IIUM [ International Islamic University Of Malaysia ] , Segi University , Olympia , Victoria International , Elite , Greencity সহ মোট ২৩ টি বিশ্ববিদ্যালয়ে ।

চায়নাঃ


চীনে পড়ার জন্য কোন আই এল টি এস বা ব্যাংক স্পন্সর এর প্রয়োজন নেই । Xidian University এবং Three Goerges University তে ENGLISH MEDIUM এ বিশ্বমানের বিবিএ পড়তে পারবেন ।
বিবিএ ৪ বছর ।

খরচঃ প্রথম বছর ৪ লক্ষ টাকা । ২য় – ৪রথ বছর ২ লক্ষ টাকা [ per year ] । সর্বমোট ১০ লক্ষ টাকা লাগবে ৪ বছরে [ হোস্টেলসহ সকল খরচ ] ।

ভারতঃ

যদি কেউ সবনিম্ন খরচে বিবিএ পড়তে চায় তাহলে ভারত তার জন্য উপযুক্ত হতে পারে । বিবিএ ৩ বছর । কোন আইএলটিএস বা ব্যাংক স্পন্সর এর প্রয়োজন নেই।

বিবিএ এর জন্য বছরে সবনিম্ন টিউশন ফি হল বছরে ৭০ হাজার রুপি । মানে ৮৭ হাজার ৫০০ টাকা ।
শারদা ইউনিভার্সিটি , লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি সহ বেশ কিছু টপ রাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে ।

আমেরিকাঃ


পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ আমেরিকা । এখানে বিবিএ পড়তে হলে আপনার যা প্রয়োজনঃ
১।
আইএলটিএসঃ আইএলটিএস ছাড়াও আবেদন করা যায় । ন্যূনতম ৫.৫
২।
ব্যাংক স্পন্সরঃ ন্যূনতম ২৫ লক্ষ টাকা ।
৩।
খরচঃ আমেরিকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন । বিশ্ববিদ্যালয়ভেদে ৪.৫ থেকে ৫ .৫ লক্ষ টাকা / per semester . কিন্তু জব করার সুযোগ থাকার কারণে কিছুটা টিউশন ফী নিজেই cover করা যায় ।
Virginia , Texas Wesleyan সহ বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি তে পড়তে পারবেন ।

ইংল্যান্ড [ UK ] :

লন্ডনকে বলা হয় পৃথিবীর রাজধানী । এখানে পড়ার জন্য আপনার যা যা লাগবেঃ
১।
আই এল টি এসঃ ৫.৫
২।
ব্যাংক স্পন্সরঃ ১২ – ১৪ লক্ষ টাকা ।
৩।
খরচঃ লন্ডনের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন । যদি জব Permission সহ পড়তে চান, তাহলে আপনার সর্বনিম্ন খরচ হবে ৫,৭৫০ GBP Per Year . মানে ৭ লক্ষ ৮৭ হাজার ৭৫০ টাকা ।

এছাড়া সামর্থ্য থাকলে নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া ও কানাডায় বিবিএ পড়তে পারবেন।

No comments: