Wednesday, January 21, 2015

ওয়েব ডিজাইন নিয়ে বিনামূল্যে প্রশিক্ষণ ওয়েবকোডের

 ওয়েবকোডের উপর একমাসের বিনামূল্যে প্রশিক্ষণ দিবে ওয়েবকোড ইনস্টিটিউট। এতে ৩০ জন নারী প্রশিক্ষণের সুযোগ পাবেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন আয়োজকরা।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই ৪০০ জনেরও বেশি নারী রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন ওয়েবকোডের প্রধান নির্বাহী আমিনূর ইসলাম।
আমিনূর ইসলাম আরও জানান, প্রথম ৩০ জনকে বাছাই করতে ইতিমধ্যেই সাক্ষাৎকার পর্ব চলছে। আউটসোর্সিং পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
WebCode
প্রশিক্ষণ পরিচালনা করবেন ‘গল্পে গল্পে কোডিং শিখি’ গ্রুপের শিউলী ইয়াসিন এবং সাদিয়া আহমেদ মনিকা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু হবে।
নিউ এলিফ্যান্ট রোডের (বাটা সিগন্যাল) সাহেরা ট্রপিক্যাল সেন্টারের ওয়েবকোড ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

No comments: