Saturday, January 10, 2015

সহজেই বানিয়ে ফেলুন আপনার সাইটের ব্রাউজার টুলবার

আমরা অনেক সময় বিভিন্ন সাইটের টুলবার দেখে থাকি। ইয়াহুর টুলবারটা সবার পরিচিত। আপনার সাইটের প্রসারের জন্য যদি আপনি টুলবার বানাতে চান তা খুব সহজেই পারেন। (অনেকে যদিও ব্যপারটা জানে ) যারা না জানে শিখে নিন ।
প্রথমেআপনাকে http://accounts.conduit.com এ গিয়ে রেজিস্ট্রশন করতে হবে। তারপর টুলবার অপশনে গিয়ে নিচের মতো ছবিটি দেখতে পাবেন।
manage_toolbar.JPG
এখান থেকে আপনার টুলবারে যে সব আইটেম যুক্ত করতে চান তা এড করুন। টুল বার ডাউনলোডের একটি পেজ তৈরী হবে অনেকটা এরকম লিংক http://BanglaTutorial.OurToolbar.com এরকম লিংকটি আপনি প্রচার করে দিতে পারেন।
নিজের সাইটের আরএসএস সংযুক্ত করতে পারেন টুলবারে যেমন-
tutorialbd_rss.JPG
আবহাওয়ার খবরও নিতে পারবে টুলবারের সাহায্যে যেমন-
tutorialbd_.JPG
ইমেইল আসলে আপনাকে জানিয়ে দিবে যেমন-
mail.JPG
সার্চ সহ এরকম আরও অনেক সুবিধাই দিতে পারেন ।

No comments: