Saturday, January 17, 2015

ফটোশপের কারুকাজ ১ম পর্ব (গেম কন্ট্রোলার)

আসসালামু আলাইকুম, সবাইকে আমার সহস্র স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেম আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আমি আপনাদেকে তৈরি করে দেখাব ও শিখাব কিভাবে নিজে নিজে একটি গেম কন্ট্রোলার তৈরি করবেন এডোবি ফটোশপে। হি হি হি হি!! খুবই মজা হবে, চলুন আজকের ডিজাইনে…
undefined

ধাপ ১- ব্যাকগ্রাউন্ড

  • প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিন ৩০*৫০ ইঞ্চির
  • এবার একটি নতুন লেয়ার তৈরি করুন।
  • এবার যে কোন রং নিয়ে এটি ফিল করুন।
  • এবং নিচের মতো করুন।
  • নিচের ছবির মতো করতে Layer >>> Layer Style>>blending Options
undefined

ধাপ ২- কন্ট্রোলার শেপ

  • এবার একটি লেয়ার নিন। এজন্য Layer >>> New Layer এ ক্লি করলেই হবে।
  • এবার বামপাশের টুল বক্স থেকে Rounded rectangle Tool (U) নিন।
  • এবার উপরে ফরম্যাটিং বার থেকে Redius থেকে 22 px নির্বাচন করুন ও নিচের মতো করে আকুন।
undefined
  • এবার নিচের মতো করুন।
undefined

ধাপ ৩- গ্লু

  • এবার একটি নতুন লেয়ার নিন ও নিচের মতো করুন।
  • নতুন লেয়ারটি নির্বাচন করুন।
  • এবার CTRL বাটনটি চেপে ধরে কন্ট্রোলার লেয়ারটিতে ক্লিক করুন।
  • এবারSelect >>> Load Selection এ যান।
  • এবার ok করুন।
  • এবার ‘সাদা’ রং নির্বাচন করুন ও বামপাশের টুলস বক্স থেকে Brush Tool (B) টি নিন।
  • এবার আপনার ডকুন্টটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
  • তাহলে একটি বক্স আসবে।
  • এখান খেকেMaster diameter এ 600px করুন।
  • এবার নিচের মতো করে করুন।
  • এবার আপনার তৈরি করার সিলেকশানটি উঠিয়ে দিন। এজন্য Ctrl + D কী-দ্বয় একসাথে চাপুন।
  • এবার লেয়ার অপশন থেকে Opacity >>> 50% করে দিন।
  • এবার eraser (E) টুলসটি নিন।
  • এবার এর Opacity কমিয়ে দিয়ে নিচের চিত্রের মতো করুন।

ধাপ ৩- স্পিকার

  • নতুন একটি লেয়ার নিন।
  • এবার কালার নির্বাচন করুন। এজন্য আমার দেয়া কোড#3a3a3a
  • এবার brush tool দিয়ে নিচের ছবির মতো করে তুলুন।
  • এবার উক্ত লেয়ারের একটি duplicate layerতৈরি করুন। এজন্যCtrl + J চাপুন।
  • এবার duplicate layerটির blending options নির্বাচন করুন নিচের মতো করে।

ধাপ ৪– Player LEDs

  • এবার  LEDs তৈরি করার কাজ শুরু করা যাক।
  • তাহলে নতুন একটি লেয়ার নিন।
  • এবার কন্ট্রোলারটির একদম নিচের দিবে ১ বর্গে ৩টি ঘর তৈরি করুন।
  • তবে কালার হবে858585#
  • এবার এটিকে ধূসর করার জন্য নতুন আরেকটি লেয়ার নিন।
  • এবার আগের বর্গ গুলোর উপর আরেকটি করে বর্গ তৈরি করুন।
  • এবার blending options কে নিচের মতো করুন।
undefined
  • এবার আরেকটি নতুন লেয়ার তৈরি করুন।
  • এবার brush tool নিন ও এর সাইজ 3px করুন।
  • এবার প্রথম বর্গের উপর একটি বৃত্ত, ২য়টির উপর ২টি বৃত্ত, ৩য়টির উপর ৩টা বৃত্ত ও ৪র্থটার উপর ৪টা বৃত্ত আঁকুন।
  • এবার নিচের চিত্রের মতো করে করুন।

ধাপ ৫- পাওয়ার বাটন

  • এবার পাওয়ার বাটন তৈরি করার জন্য একটি নতুন লেয়ার নিন।
  • এবার এটির উপরর কোণায় একটি ছোট বৃত্ত আাঁকুন।
  • নিচের চিত্র দেখুন।
undefined
  • এবার নিচের মতো করে Blending Options ঠিক করুন।
  • এবার পাওয়ার বাটনের উপর একটি চিহ্ন আঁকুন।
  • এর কালার দিবেন ধূসর রংয়ের।
  • এবার পাওয়ার বাটনের উপর একটি বৃত্ত আঁকুন।
  • এবার একটি ছোট বৃত্ত আঁকুন এর ভিতরে।
  • এবার কী বোর্ড থেকে Delecte চাপুন তাহলে একটি মুছে যাবে।
undefined
  • এবার vertical rectangular টুলসটি নিন।
  • নিচের মতো করুন।
  • এবার এটিও মুছে দিন।
undefined
  • এবার একটি ছোট vertical selection তৈরি করুন।
তাহলে নিচের মতো হবে
  • এর নিচের মতো করে এর blending Options ঠিক করুন।
  • এবার Text Tool (T) টি নিন।
  • এবার পাওয়ার বাটনের নিচে Kartika এই ফন্টে লিখুনPOWER, রং দিবেন8a8888#
undefined

ধাপ ৬- লগো

  • এবার কন্ট্রোলারটির নিচে লিখুন Wii.
  • এর রং দিবেন#989898
  • ফন্ট দিবেনSony Sketch EFF

ধাপ ৭- হোম বাটন

  • নতুন একটি লেয়ার তৈরি করুন।
  • নিচের মতো করে স্পিকারের উপরে একটি বৃত্ত তৈরি করুন।
  • এবার blending Options নির্ধারণ করুন নিচের মতো করে।
  • এবার উক্ত লেয়ারটিকে ডুফলিকেট করুন। এবার কোন সিলেকশান ছাড়াই আপনার ডুফলিকেট লেয়ারটির Blending Options ঠিক করুন নিচের মতো করে।
undefined
  • এবার duplicated layer টি অরজিনাল লেয়ারের সাথে আটকিয়ে দিন।
  • এবার একটি বৃত্ত আঁকুন ২টা লেয়ারের উপর।
  • এবার নতুন একটি লেয়ার নিন।
  • এবার নিচের ছবির মতো করুন ও রং নিন সাদা।
  • এবার এর ভিতরে একটি ছোট বাড়ি তৈরি করুন। এর কালার দিবেন #31befa
  • এই বাটনটির নাম দিবেন“HOME”

ধাপ ৮ – Minus (-) বাটন

  • এর blending options ঠিক করুন নিচের মতো করে।
  • এবার আগের দেখানো মতো করে এর ভিতরে একটি ধূসর রংয়ের ইফেক্ট দিন।
  • এবার একটি নতুন লেয়ার নিন। horizontal rectangle টুলস দিয়ে একটি ছোট লাইন তৈরি করুন।

ধাপ ৯ – Plus (+) বাটন

  • একটি নতুন লেয়ার নিন।
  • একটি বৃত্ত আঁকুন।
  • এটা আঁকবেন HOME বাটনের ডান পাশে।
  • Minus (-) বাটনের মতো করে এবার সেটিং ঠিক করুন।

ধাপ ১০ – A বাটন

  • নতুন একটি লেয়ার নিন।
  • HOME বাটনের উপরে একটি বড় করে বৃত্ত আঁকুন।
  • এবার এটিকে ফিল করুন নিচের মতো করে।
  • এর blending options নিচের মতো হবে….
  • এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। নিচের মতো করে ধূসর রংয়ের ইফেক্ট দিন।
  • এবার নতুন একটি লেয়ার তৈরি করুন ও এটিকে ফিল করুন সাদা রং দিয়ে এবার নিচের মতো করে তৈরি করুন।
  • এবার এর ভিতরে বড় হাতের “A” লিখুন। এটি লিখবেনSimplified Arabic ফন্ট দিয়ে, তাহলে সুন্দর হবে।

ধাপ ১১– ১ ও ২ বাটন

  • এবার একটি নতুন লেয়ার তৈরি করুন।
  • এবার নিচের মতো করে তৈরি করুন।
  • এবার এটিকে ডুফলিকেট করুন।
  • এবার একটি সিলেকশান তৈরি করুন।
  • নিচের চিত্রটি দেখুন।……….
  • এর blending options হবে এই রকম……….
  • এবার একটি ধূসর রংয়ের ইফেক্ট তৈরি করুন।
  • এবার এটির ভিতরে লিখুন “2″
  • এবার এটির আরেকটি ডুফলিকেট লেয়ার নিন।
  • একে টেনে উপরে নিন ও “2″ এর স্থলে “1″ লিখুন।

ধাপ ১২ – কন্ট্রোল প্যাড

  • প্রথমে rounded rectangle toolটি নিন। এর সাইজ দেন 2px
  • এবার একটি নতুন লেয়ার তৈরি করুন।
  • নিচের দিকে দেখেন…..
  • প্রথম লাইনটি দিবে vertical
  • এবারেরটা দিবেন horizontal
  • এবার  blending option নির্ধারণ করুন………
  • এবার আপনি ব্রাশ টুলস দিয়ে আপনার ইচ্ছা মতো এর ভিতরে দিতে পারেন।

ধাপ ১৩- রিপ্লেকশান

  • এবার আপনার তৈরি করা প্রত্যেকটি লেয়ার এক সাথে যু্ক্ত করুন।
  • এজন্য Layer >>> “merge layers এ ক্লিক করুন।
  • এজন্য আগে প্রত্যেকটি লেয়ার নির্বাচন করতে হবে। এজন্য Shift কী চেয়ে লেয়ার নির্বাচন করুন।
  • এবার লেয়ারটি ডুফলিকেট করুন।
  • ডুফলিকেট লেয়ারটি নির্বাচন করে Image >>> Rotate Canvas >>> 180 নির্বাচন করুন।
  • এবার এটিকে টেনে নিচের দিকে নিন।
  • এবার লেয়ার অপশন থেকে opacity দেন ২০%….
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবে। আল্লাহ হাফেজ………….

No comments: