অপরিচিত বা আননোন নম্বার থেকে একটু পর পর ফোন আসা নিয়ে তীব্র বিরক্তিকর অবস্থার মধ্যে অনেকেই কিম্বা জিনের বাদশাহর মতো কিছু কল প্রতারিত করার নানা ফন্দি করছে আপানর আপনজন কে ? মধ্যরাতে ফোন করে প্রেম নিবেদনের মতো অনাকাঙ্ক্ষিত ব্যাপার জীবন অতিষ্ট করে তুলছে। এই আর্টিকেল পরার পরে এই সকল ব্যাপার আপনি থোরাই কেয়ার করবেন । আপনার স্মার্টফোনটিতে বিশেষ একটি অ্যাপস ইনস্টল করে নিন। অপরিচিত নম্বর থেকে কল এলেই জেনে যাবেন তার নাম-ঠিকানা সব । চাইলে তাকে জনমের মতো ব্লক করেও দিতে পারবেন । এই গোয়েন্দাগিরি করতে আপনি কমপক্ষে পাঁচটি অ্যাপস পাবেন সম্পূর্ণ ফ্রি। এর যেকোনোটি ব্যবহার করে দেখতে পারেন।
ট্রু কলার
(TRUE CALLER) কল লোকেটর অ্যাপসের গুলোর মধ্যে ট্রু কলার সবেচেয়ে কাজের একটা অ্যাপস। এর সাহায্যে বিশ্বের যে কোনও দেশের কলারের নাম ও ঠিকানা জানা সম্ভব। ফোন এলেই কলার সম্পর্কিত তথ্য জানিয়ে দেবে এটি। সংশ্লিষ্ট নম্বরটি ব্লকও করা যায়। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা সম্ভব।
(TRUE CALLER) কল লোকেটর অ্যাপসের গুলোর মধ্যে ট্রু কলার সবেচেয়ে কাজের একটা অ্যাপস। এর সাহায্যে বিশ্বের যে কোনও দেশের কলারের নাম ও ঠিকানা জানা সম্ভব। ফোন এলেই কলার সম্পর্কিত তথ্য জানিয়ে দেবে এটি। সংশ্লিষ্ট নম্বরটি ব্লকও করা যায়। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা সম্ভব।
লাইন হুজকল
(LINE whoscall) অপরিচিত কলারের হদিশ খুজে বের করতে ব্যবহার করতে পারেন লাইন হুজকল নামের এই অ্যাপসটি । অ্যাপসটির বিশেষ বৈশিষ্ট্য হলো কল ও এসএমএস ব্লক করে দেয়া যায় । কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপস । অ্যাপসটিতে ৬০০টি নম্বর সেভ করা রয়েছে। এটি কোনো অফলাইন ড্যাটাবেজের ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব।
(LINE whoscall) অপরিচিত কলারের হদিশ খুজে বের করতে ব্যবহার করতে পারেন লাইন হুজকল নামের এই অ্যাপসটি । অ্যাপসটির বিশেষ বৈশিষ্ট্য হলো কল ও এসএমএস ব্লক করে দেয়া যায় । কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপস । অ্যাপসটিতে ৬০০টি নম্বর সেভ করা রয়েছে। এটি কোনো অফলাইন ড্যাটাবেজের ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব।
মোবাইল নাম্বার লোকেটর
(MOBILE NUMBER LOCATOR) অপরিচিত কলারের অপারেটর ও নিবন্ধিত নাম জানতে ব্যবহার করা যায় অ্যাপসটি। তবে আপাতত এটি শুধু ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যাবহারের জন্য প্রযোজ্য । অ্যাপটির মূল সুবিধা হলো, এটি অফলাইনেও কাজ করে । ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালেই কলারের ও প্রাপকের বিস্তারিত তথ্য জানিয়ে দেয় এই অ্যাপস। গুগল ম্যাপের সাহায্যে কলারের অবস্থানও জানা যায়। তবে এই অ্যাপস থেকে পোর্ট করা নম্বর সম্পর্কে তথ্য জানা যাবে না।
(MOBILE NUMBER LOCATOR) অপরিচিত কলারের অপারেটর ও নিবন্ধিত নাম জানতে ব্যবহার করা যায় অ্যাপসটি। তবে আপাতত এটি শুধু ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যাবহারের জন্য প্রযোজ্য । অ্যাপটির মূল সুবিধা হলো, এটি অফলাইনেও কাজ করে । ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালেই কলারের ও প্রাপকের বিস্তারিত তথ্য জানিয়ে দেয় এই অ্যাপস। গুগল ম্যাপের সাহায্যে কলারের অবস্থানও জানা যায়। তবে এই অ্যাপস থেকে পোর্ট করা নম্বর সম্পর্কে তথ্য জানা যাবে না।
কল ব্ল্যাকলিস্ট
(Calls Blacklist) অ্যাপসটির মূলত কল ব্লক করার গুরু । কলারের নাম ঠিকানা জানা ছাড়াও এর সাহায্যে কল ও মেসেজ ব্লক করা সম্ভব। একই সঙ্গে ব্যবহারকারীর নির্ধারিত তালিকা তৈরি করে সেসব নম্বরও ব্লক করা সম্ভব।
(Calls Blacklist) অ্যাপসটির মূলত কল ব্লক করার গুরু । কলারের নাম ঠিকানা জানা ছাড়াও এর সাহায্যে কল ও মেসেজ ব্লক করা সম্ভব। একই সঙ্গে ব্যবহারকারীর নির্ধারিত তালিকা তৈরি করে সেসব নম্বরও ব্লক করা সম্ভব।
টকসাইড
(TalkSide) অ্যাপসটি সকল অ্যাপস গুলোর মধ্যে একটু ব্যতিক্রম । কোনও অপরিচিত নম্বর থেকে বিরক্ত করা হলে এবং সেই নম্বরটি কোনও সোশ্যাল ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকলে এর সহায়তায় কলারের যাবতীয় খুঁটিনাটি জানা যাবে। এমনকি তার ছবিও আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। সোশ্যাল নেটওয়ার্কে তার যাবতীয় নোটিফিকেশনও দেখা যাবে। আরো জানা যাবে ইনকামিং ও আউটগোয়িং সমস্ত কলের বিস্তারিত।
(TalkSide) অ্যাপসটি সকল অ্যাপস গুলোর মধ্যে একটু ব্যতিক্রম । কোনও অপরিচিত নম্বর থেকে বিরক্ত করা হলে এবং সেই নম্বরটি কোনও সোশ্যাল ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকলে এর সহায়তায় কলারের যাবতীয় খুঁটিনাটি জানা যাবে। এমনকি তার ছবিও আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। সোশ্যাল নেটওয়ার্কে তার যাবতীয় নোটিফিকেশনও দেখা যাবে। আরো জানা যাবে ইনকামিং ও আউটগোয়িং সমস্ত কলের বিস্তারিত।
অ্যাপসগুলো গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
No comments:
Post a Comment