নিচে জুমলা ২.৫ বিভিন্ন মেন্যু বা অপশন সম্মন্ধে আলোচনা করা হল ।
1. Site – মেনুর অধীনে মোট ছয়টি অপশন রয়েছে।
* Control Panel: এটি নতুন কিছু না। লগইন করার পর আপনি প্রথমে যে পৃষ্ঠাটি দেখেন, সেটিই Control Panel. যেখান থেকে আপনার সাইট কে আপনি রক্ষনাবেক্ষন করতে পারবেন । এখানে মূলত সর্বাধিক ব্যবহৃত অপশনগুলো ডিফল্টভাবে দেওয়া আছে।
* My Profile: এখানে প্রবেশ করে আপনি আপনার প্রোফাইল Edit করতে পারবেন ।
* Global Configuration: এখান থেকে আপনি পুরো সাইট নিয়ন্ত্রণ ঙ্করতে পারবেন । এই জায়গায় কিছু কনফিগারেশন ঠিক করে দিতে হয়, যেমন আপনার সাইটের লিংক সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে কিনা, সার্ভার সেটিংস, ডেটাবেইজ সেটিংস কী থাকবে ইত্যাদি বিষয় এখানে ঠিক করে দিতে হবে।
2. Users – মেনুর অধীনে মোট ছয়টি অপশন রয়েছে।
*Groups: এই মেনু থেকে আপনি বিভিন্ন ক্যাঁটেগরির ইউজার এর জন্য বিভিন্ন ক্যাঁটেগরির গ্রুপ তৈরি করতে পারবেন ।
*User Notes: এই মেনু থেকে কিছু নোট করে রাখতে পারবেন ।
*User Note Categories: আপনি যা নোট করবেন সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে । তাই সেগুলো নির্দিষ্ট ক্যাঁটেগরিতে রাখার জন্য, এখান থেকে Category তৈরি করতে পারবেন ।
3. Content – মেনুর অধীনে মোট চারটি অপশন রয়েছে।
*Featured Article: আপনি যদি কোন আর্টিকেল Featured করে রাখেন তবে সেটা এখানে থাকবে ।
*Media Manager: এখানে আপনার সাইটের যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি ফাইল এখানে রাখতে পারবেন ও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
4. Components – মেনুর অধীনে মোট নয়টি অপশন রয়েছে।
*Banners: এখান থেকে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন বা অন্য বিশেষায়িত কোনো লেখা বা ছবি প্রদর্শন করতে পারবেন ।
*Joomla Update: এখান থেকে জুমলা আপডেট করতে পারবেন ।
*Newsfeeds: নিউজফিডে বিভিন্ন নিউজ রাখতে পারেন যা সাইটে বারবার প্রদর্শিত হবে।
*Search: এর মাধ্যমে নির্দিষ্ট লেখা খুঁজে বের করতে পারবেন।
*Weblinks: এর মাধ্যমে বিভিন্ন Web Links রাখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
5. Extensions – মেনুর অধীনে মোট পাঁচটি অপশন রয়েছে।
*Extension Manager: এর দ্বারা কোনো মডিউল, কম্পোনেন্ট, প্লাগইন বা টেমপ্লেট ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন ।
*Module Manager: এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত মডিউল নিয়ন্ত্রণ করতে পারবেন।
*Plug-in Manager: এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত প্লাগইন নিয়ন্ত্রণ করতে পারবেন।
*Template Manager: এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত টেমপ্লেট নিয়ন্ত্রণ করতে পারবেন।
*Language Manager: এর মাধ্যমে ভাষা নিয়ন্ত্রণ করতে পারবেন।
No comments:
Post a Comment