Wednesday, January 21, 2015

ডেস্কটপে চলবে হোয়াটসঅ্যাপ

 এবার ডেস্কটপেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। আজ নিজের ফেসবুক প্রফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা জানা হোয়াটসঅ্যাপ সিইও জ্যান কউম।
তিনি জানা, মূলত একটি ওয়েব এক্সটেনশনের মাধ্যমে ক্রোম ব্রাউজারে পড়া যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ। এটি ব্যবহার করতে হবে কিভাবে, তাও তিনি লিখেছেন তাঁর স্ট্যাটাসে।
ক্রোম ব্রাউজার থেকে web.whatsapp.com ওয়েবসাইটে গেলে সেখানে একটি কিউআর কোড পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ থেকে এই কিউআর কোডটি স্ক্যান করলেই হল। এবার যেকোনো মেসেজ আসলে একইসাথে দেখা যাবে মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ এবং ডেস্কটপ ক্লায়েন্ট থেকে।
তবে আপাতত আইওএস ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন না বলে জানান তিনি।

No comments: