Wednesday, January 21, 2015

সনির কর্মীদের হুমকি দিয়ে হ্যাকারের ইমেইল

সপ্তাহখানেক আগে একদল হ্যাকার দখল করে নিয়েছিল সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেম। তবে এবার তাঁরা হুমকি দিয়ে ইমেইল পাঠিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে।
সিএনএন জানিয়েছে, ইমেইলে কর্মীদের হুমকি দিয়ে বলা হয়েছে, তাদের পরিবারের সদস্যরা খুব শীঘ্রই বিপদে পড়বে।
বিষয়টি স্বীকার করে সনি জানিয়েছে, এই ব্যাপারে প্রতিষ্ঠানটি সতর্ক রয়েছে এবং বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করছে তারা।
এফবিআই জানিয়েছে, তাদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে হ্যাকিংয়ের ঘটনায় কারা জড়িত কিংবা এই ইমেইল কারা পাঠিয়েছে, খুব শীঘ্রই সেটি জানা যাবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
হ্যাকারদের ফাঁস করা তথ্য থেকে প্রায় ৪৭,০০০ নাগরিকের বিভিন্ন ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে গিয়েছে বলে জানা গেছে। এছাড়াও তাদের স্যালারি এবং আরও কিছু ব্যক্তিগত তথ্য এর ফলে অনলাইনে ছড়িয়ে পড়েছে।

No comments: