Wednesday, January 14, 2015

মাইক্রেসফট এক্সেল

ব্যক্তিগত ডকুমেন্ট, ব্যবসায়িক হিসাব, পরিসংখ্যান এবং লজিক্যাল ক্যালকুলেশন সবই এক্সেলে করা সম্ভব। এ ছাড়াও নিজে নিজে বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বুকবিডি সিরিজ রচিত অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি আপনাকে সাহায্য করবে। বইটির ফ্রি অংশ িি.িনড়ড়শনফ.রহভড় থেকে ডাউনলোড করে নিতে পারেন।
বইটিতে এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে। যেমন ডেটা এন্ট্রি ফর্ম তৈরি, এক্সেল প্রোগ্রাম কাস্টমাইজেশন, ওয়ার্কশিট ডিজাইন, ফর্মুলা, ফাংশন, চার্ট, ম্যাক্রো, ডেটাবেইজ ম্যানেজমেন্ট ইত্যাদি বিশদভাবে উদাহরণসহ আলোচনা করা হয়েছে। এ ছাড়াও কতগুলো বাস্তবধর্মী প্রজেক্ট যেমন স্যালারি নির্ধারণ, বিদ্যুৎ বিল ক্যালকুলেশন, রেজাল্টশিট ইত্যাদি তৈরি করা দেখানো হয়েছে। বইটির সঙ্গে ফ্রি ডিভিডি রয়েছে যাতে ১০ প্রজেক্ট ও ভিডিও টিউটরিয়াল দেয়া আছে।
বই : অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩
রচনা ও সম্পাদনা : বুকবিডি - 

No comments: