বইটিতে এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে। যেমন ডেটা এন্ট্রি ফর্ম তৈরি, এক্সেল প্রোগ্রাম কাস্টমাইজেশন, ওয়ার্কশিট ডিজাইন, ফর্মুলা, ফাংশন, চার্ট, ম্যাক্রো, ডেটাবেইজ ম্যানেজমেন্ট ইত্যাদি বিশদভাবে উদাহরণসহ আলোচনা করা হয়েছে। এ ছাড়াও কতগুলো বাস্তবধর্মী প্রজেক্ট যেমন স্যালারি নির্ধারণ, বিদ্যুৎ বিল ক্যালকুলেশন, রেজাল্টশিট ইত্যাদি তৈরি করা দেখানো হয়েছে। বইটির সঙ্গে ফ্রি ডিভিডি রয়েছে যাতে ১০ প্রজেক্ট ও ভিডিও টিউটরিয়াল দেয়া আছে।
বই : অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩
রচনা ও সম্পাদনা : বুকবিডি -

No comments:
Post a Comment