তিন সিমের স্মার্টফোন ইতোমধ্যে ব্রাজিলে অনলাইন শপগুলোয় বিক্রি শুরু হয়েছে। গ্যালাক্সি স্টার ট্রায়োস নামের এ স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ অপারেটিং সিস্টেমে। ১০৫ গ্রাম ওজনের এ স্মার্টফোনটি ১১ মিলিমিটার পুরু। এতে আছে ১ গিগা হার্টজের সিঙ্গেল কোর প্রসেসর। ৩.১৪ ইঞ্চি টাচস্ক্রিন। ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট মেমোরি। স্মার্টফোনটি মাইক্রো এসডি মেমোরি কার্ডও সমর্থন করবে। -
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment