Wednesday, January 14, 2015

সফটওয়্যার গবেষণায় মিউজিক


বিশ্বব্যাপী মিউজিক নিয়ে বহুমাত্রিক কাজ করে যাচ্ছেন সফটওয়্যার গবেষকরা। প্রথমেই আসা যাক সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের দিকে। তারা উদ্ভাবন করেছেন 'অডিও ডি টাচ' নামের একটি যন্ত্র। এ যন্ত্রটি নতুন পদ্ধতিতে মিউজিক উৎপাদন করা এবং সেই উৎপাদিত মিউজিকের সাহায্যে কম্পিউটারকে নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত।

No comments: