Joomla 2.5 টিউটোরিয়াল (পর্ব -১)
পর্ব – ১ এ আমারা শিখব কিভাবে local server wamp এ Joomla 2.5 ইন্সটল করতে হয় । তার আগে জেনে নেই Joomla কি ? Joomla হচ্ছে একটি ওয়েব বেসড CMS সফটওয়্যার, যা আপনার ওয়েবসাইটের প্রতিটা জায়গা আলাদা আলাদা ভাবে ভাগ করে কাজ করার সুযোগ দিয়ে থাকে । আপনার সাইটের কন্টেন্ট গুলোকে আরও সহজে ও সুন্দর ভাবে উপস্থাপন করার সুযোগ আপনি পাবেন সিএমএস এর মাধ্যমে । আপনার সাইটের কন্টেন্ট হতে পারে ছবি, লেখা, মিউসিক, ভিডিও, ইত্যাদি। সিএমএস ব্যবহারের সব থেকে বড় সুবিধা হল আপনাকে প্রোগ্রামিং জানতে হবে না । প্রোগ্রামিং এর ধারণা ছাড়াই আপনি সিএমএস ব্যবহার করতে পারবেন । সাধারণ কিছু ধারণা থাকতে হবে কম্পিউটার এবং ইন্টারনেট এর উপরে । জুমলা একটি অসাধারণ শক্তিশালি এবং খুব জনপ্রিয় সিএমএস । ওয়েব সাইট তৈরিতে জুমলার এখন খুব চাহিদা । আপনি যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন জুমলা দিয়ে । ওয়ার্ডপ্রেসের মত এটিও অনেক বেশি শক্তিশালি একটি সিএমএস । জুমলা তে রয়েছে অনেক ধরনের সুবিধা যা আপনাকে আরোও সহজতর ভাবে ওয়েব সাইট তৈরি করতে সাহায্য করে ।
শেস পর্ব না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন, নতুন পর্ব লেখা হলে এখানে আপডেট করে দেয়া হবে।
এখান থেকে ডাউনলোড করুন wamp ও
ডাউনলোড করুন Joomla 2.5
নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল, কিভাবে local server wamp এ Joomla 2.5 ইন্সটল করতে হয় ।
Step-1. প্রথমে আপনার কম্পিউটারে লোকাল সার্ভার wamp ইন্সটল করে নিন । এখন আপনার কম্পিউটারের C ড্রাইভে গিয়ে দেখুন wamp নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে । ফোল্ডার টি ওপেন করে www ফোল্ডার এ প্রবেশ করুন । এখানে একটি ফোল্ডার তৈরি করুন, ইচ্ছা মত যে কোন নাম দিতে পারেন । ধরি আপনি practice নামে একটি ফোল্ডার তৈরি করলেন । এখন এর মধ্যে Joomla 2.5 এর সব ফাইল গুলো কপি করে দিন ।
যাদের wamp নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোডের পর ইনষ্টল করে নিন ।ইনষ্টল করা খুবি সোযা এজন্য আর দেখালাম না
Step-2. আপনার কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বার এ localhost লিখে Enter চাপুন । নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে । এখানে নিচের বাম দিকে Your Aliases এর phpmyadmin এ ক্লিক করুন ।
Step-3. এই পেজ এর মেনু থেকে Databases মেনুতে ক্লিক করুন । এখানে ডাটাবেসটি দেখা যাচ্ছে ।
Step-4. এখন আবার অ্যাড্রেস বার এ গিয়ে localhost/practice লিখে Enter চাপুন । আমরা practice নামে ফোল্ডার বানিয়েছিলাম, তাই এখানে practice লিখতে হবে । এই পেজ এর উপরের ডান পাশ থেকে Next এ ক্লিক করুণ ।
Step-5. আবারো Next এ ক্লিক করুণ ।
Step-6. সব ঠিক থাকলে আবারো Next এ ক্লিক করুণ ।
Step-7. এই পেজ এ Username বক্সে rootএবং Database Name বক্সে ডাটাবেসের নাম practice লিখে Next এ ক্লিক করুণ ।এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই
Step-8. এই পেজ আমাদের প্রয়োজন নেই, তাই Skip করার জন্য Next এ ক্লিক করুণ ।
Step-9. এই পেজ এ Site Name বক্সে আপনার ওয়েবসাইটের নাম দিন । ধরি আমরা সাইট নাম joomlapractice দিলাম । এর পর Your Email বক্সে আপনার ইমেইল আইডি লিখুন, Admin Password বক্সে পাসওয়ার্ড দিন, Confirm Admin Password বক্সে আবার একই পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুণ ।
Step-10. এই পেজ এ Remove installation folder এ ক্লিক করে Site দেখার জন্য Site এ ক্লিক করুন ।Step-11. এখন লোকাল সার্ভার wamp এ Joomla 2.5 ইন্সটল পুরোপুরি শেষ হল । আমরা সাইট দেখতে পাচ্ছি ।
ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
No comments:
Post a Comment