প্রতিবারের মতো আজকেও ছোট একটা সার্কিট নিয়ে আলোচনা করবো ! এটিতে একটা MIC থাকবে যেটিতে কথা বললে স্পিকারে ওই কথা শোনা যাবে !
এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
- 1. একটি 47 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল , হলুদ বেগুনী কমলা সোনালী !
- 2. একটি 680 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল , নীল ধুসর হলুদ সোনালী !
- 3. একটি 10 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল , বাদামী কালো কমলা সোনালী !
- 4. একটি 1 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল বাদামী কালো লাল সোনালী !
- 5. একটি 100 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল , বাদামী কালো হলুদ সোনালী !
- 6. একটি 100n এর নোন পোলারিস্ট ক্যাপাসিটর যার কোড হল , 104 !
- 7. একটি 1n এর নোন পোলারিস্ট ক্যাপাসিটর যার কোড হল 102 !
- 8. একটি 1uF 50V এর পোলারিস্ট ক্যাপাসিটর !
- 9. দুইটি 10uF 16V এর পোলারিস্ট ক্যাপাসিটর !
- 10. একটি BC547 এর ট্রানজিস্টর !
- 11. একটি 555 নাম্বারের টাইমার আইসি !
- 12. একটি MIC !
555 টাইমার আইসি'র পিনের চিত্র দেখুন !
BC547 ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন !
একটু লক্ষ্য করুন :
- সবগুলো রেজিস্ট্যান্স 1/4 ওয়াটের হতে হবে !
- কম্পোনেন্টগুলো ভেরো বোর্ড বা মোটা কাগজে বা কোন সার্কিট বোর্ডে সেট করে নিতে হবে !
- সার্কিটটি 10V হতে 15V DC তে চলবে !
- সার্কিটে যেই মাইক ব্যবহার করা হয়েছে এখানে আপনি কোন রেডিও , ক্যাসেট প্লেয়ারের বা অন্য যেকোন স্পিকার ব্যবহার করতে পারবেন !
- ভুল সংযোগে কোন কম্পোনেন্ট নষ্ট হলে আমাকে দোষ দিতে পারবেন না !
No comments:
Post a Comment