Friday, May 22, 2015

যেকোন স্মার্টফোনে ব্যবহার করুন এক্সটারনাল হার্ডডিস্ক(HDD) বা ইউএসবি(USB


সবাই কেমন আছেন, আমি ভালো আছি, আজ আপনাদের দেখাব কিভাবে আপনার স্মার্টফোনে USB মডেম কানেক্ট করবেন। এই পদ্ধতিটা কিন্তু সকল স্মার্টফোনে চলবে না, শুধুমাত্র OTG Cable সাপর্টেড স্মার্টফোন গুলোতে এই পদ্ধতি কাজ করবে, এবং আপনার ডিভাইস টি অবশ্যই রুটেড হতে হবে।
এখন কিভাবে বুঝবেন যে আপনার স্মার্টফোন টি OTG সাপর্টেড কিনা, নিচের এটার সমাধান দেখুন।
গুগল প্লে স্টোর থেকে USB OTG Checker অ্যাপ টি ইন্সটল করে দেখুন আপনার স্মার্টফোন টি OTG সাপর্টেড কিনা,  যদি সাপোর্ট করে তাহলে গ্রিন সিগন্যাল পাবেন আর সাপোর্ট না করলে রেড সিগন্যাল নিচের চিত্রে দেখুনঃ
gp modem in android
এখন আপনার স্মার্টফোন টি যদি OTG সাপর্টেড হয়, এবং আপনার মোবাইল টি যদি রুটেড না হয় তাহলে রুট করে নিন। রুট করার পরে USB মডেম ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর থেকে PPP Widget  2 ইন্সটল করে নিন।
(নোটঃ গুগল প্লে স্টোরে PPP Widget  নামেও একটা অ্যাপ আছে, এটা কিন্তু কাজ করবে না, USB মডেম ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই PPP Widget ব্যবহার করতে হবে)
এবার দেখে নিন কিভাবে স্মার্টফোনে USB মডেম ব্যবহার করবেন।
USB মডেম ব্যবহার মাত্র ৫ ধাপের সহজ একটা প্রক্রিয়া এবং প্রক্রিয়া গুলো হল
Step 1 – Connect your modem with an Otg cable(or if you are having usb port in your device ,connect modem through it)
Step 2 – Open PPP Widget (Allow Root Access)
Step 3 – Enter Username “internet” and Password “internet”
Step 4 – Untick — Check and set pin –
Step 5 – Now Remove your modem and connet again
এবার এই মডেম থেকে আপনি ইন্টারনেট কানেক্ট দিতে পারেন।

No comments: