তবে একটা ভাঙ্গা 6120c আছে ! অনেক খোজাখুজির পর সেদিন একটা সফটওয়ার পেলাম , যার মাধ্যমে একটু বুদ্ধি খাটিয়ে সার্কিট আকানো যায় ! তাই এটি শেয়ার করার সুযোগ হল ! যাইহোক, এর জন্য আপনাকে কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে :
ভলিউম V = 50K !
নোনপোলারিস্ট ক্যাপাসিটর C1 যার কোড = 103 !
নোনপোলারিস্ট ক্যাপাসিটর C4 যার কোড = 104 !
পোলারিস্ট ক্যাপাসিটর C2 = 330 uf 25v !
পোলারিস্ট ক্যাপাসিটর C3 = 330 uf 25v !
পোলারিস্ট ক্যাপাসিটর C5 = 330 uf 50v !
রেজিস্ট্যান্স R1 = 15 ওহম 1/4 watt !
IC = TDA2002 !
মাইক spk = যেকোন ওয়াটের 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
যেহেতু এই সার্কিটে কম্পোনেন্ট খুব কম তাই এটি ভেরো বোড ছারাও তৈরী করতে পারবেন ! শুধু কম্পোনেন্ট গুলোর পিনের সাথে পিনের সোল্ডারিং করে দিলেই হবে ! সার্কিটটিতে ব্যাটারী B হিসাবে 6 থেকে 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন ! 12v-0-12v 3A এই ট্রান্সফরমার মাধ্যমেও ফিল্টারিং করে লাইন দিতে পারবেন ! আইসিটিতে অবশ্যই Heat sink ব্যবহার করবেন এবং Heat sink এর সাথে অবশ্যই নেগেটিভ লাইনের সংযোগ দিবেন ! সব কাজ হয়ে গেলে আপনার পিসি, ল্যাপটপ, মোবাইল, সিডি, ডিভিডি প্রভৃতির আউটপুট বা স্পিকারের লাইনের সাথে সার্কিটের Audio in লাইনের সংযোগ দিন আর উপভোগ করুন লাউড সাউন্ড !
No comments:
Post a Comment