Saturday, May 23, 2015

সহজেই তৈরী করুন মজার কিন্তু কাজের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট Disco Light


প্রয়োজনীয় Instruments:
১. LED বিভিন্ন রঙের (লাল, হলুদ, সবুজ ইত্যাদি) (6 pieces)।
২. রেজিস্টর (8 pieces) (R1 10kΩ, R2 100kΩ, R3থেকেR8 10Ω)।
৩. ক্যপাসিটর (1μF).
৪. D.C. ব্যাটারী (৯ ভোল্ট)(9V).
৫. আইসি (Model No. 17555 Timer).
৬. সুইচ (1 piece).
৭. তার (প্রয়োজন মত)
৮. প্রজেক্ট বোর্ড
সার্কিট ডায়াগ্রামঃ

আমার কাজঃ

পরিশিষ্ট
এখন আপনাদের যেটি বলব সেটি খুব দরকারী। এই  সার্কিট এর মাধ্যমে ডিজাইন করে লাইটিং করতে পারেন আগেই বলেছি। হ্যা চাইলেই পারেন। লক্ষ্য করুন এই সার্কিটে যেখানে লেড বা LED লাগানো আছে চাইলেই এগুলো আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। এগুলো যদি কোন বিল বোর্ড এর চারপাশে বা কোন লেখা আকারে সাজান তবে তা অনেক দৃষ্টিন্দন হবে।কিংবা ঘর সাজানোর কাজেও ব্যাভার করতে পারেন এই Disco Light .
এভাবেই তৈরী হবে খুব সহজেই মজার কিন্তু কাজের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট  Disco Light.
কিছু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে।আশা করি শীঘ্রই আরো কিছু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসবো।তার আগে সহজ এই  Disco Light প্রজেক্টি নিয়ে কাজ করুন ।

No comments: