ট্রান্সমিটর কি? ইলেক্ট্রনিক্সের পরিভাষায় কোন ইলেকট্রনিক্স সিগনাল কে এক স্তান থেকে অন্যস্থানে প্রেরনের পদ্ধতিকে ট্রান্সমিটর বলে । আর যে যন্ত্রটি এ কাজিটি করে তাকে ট্রান্সমিটর বলে। একটি ট্রান্সমিটার সারকিট তৈয়ারির জন্য তিনটি হচ্ছে বেসিক বা মুল অংশ। অসিলেটর থেকে অসিলেশন এবং এমপ্লিফায়ার থেকে অডিও সিগন্যাল পাঠান হয়। মডিউলেটর ষ্টেজে মডিউলেটর তার নিজেস্ব ধরন অনুযায়ী অসিলেশনকে ক্যারিয়র ফ্রিকোয়েন্সিতে রুপান্তরিত করে ।এর মধ্যে অডিও সিগনলকে বসিয়ে দেয় । আর অডিও সিগন্যেল মডিউলেটেড হয়ে এন্টেনার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে । আজকে যে সারকিটটি টিউনস করেছি যে সব বন্ধুরা এখন ও FM ট্রানসমিটর তৈয়ার করতে পারেন নি শুদু তাদের জন্য। একটি ট্রান্জেষ্টার দিয়ে আবার চেষ্টা করুন কাজটি সফল ভাবে করেও ফেলতে পারেন।
প্রথমে একটি ট্রান্জষ্টর নেন ট্রান্জেষ্টারটির বেইজে থেকে R3=39Kরেজিষ্টর ও C2=102PF একত্রিতকরে +V সাথে সংযুক্ত করুন । বেইজ থেকে C1=1MF ইলেকট্রলাইটিক কেপাসিটর প্রজেটিভ পাটি সংযুক্ত করুন । কেপাসিটরের বাকিথাকা নেগেটিভ পাটি R2=22K রেজিষ্টর হয়ে মাক্রফোনের প্রজেটিভ পায়ে লাগিয়ে দিন । মাক্রফোনের প্রজেটিভ পাটি R1=22K রেজিষ্টর হয়ে মেইন প্রজেটিভ এ লাগিয়ে দিন। মাক্র ফোনের অপর পাটি মেইন নেগেটিভ এর সাথে লাগিয়ে দিন।ট্রান্জেষ্টর ইমিটর থেকে R4=100 ওহুমস রেজিষ্টর দিয়ে মেইন নেগেটিভ এর সাথে লাগিয়ে দিন। ইমিটর থেকে C6=68PF হয়ে মেইন প্রজেটিভ এর সাথে লাগিয়ে দিন । ট্রান্জেষ্টর এর ইমিটর থেকেC4=5PF হয়ে ট্রান্জেষ্টটির কালেক্ট পায়ে লাগিয়ে দিন । কালেক্টর থেকে C3=33PF ও একটি কয়েলএকত্রিত করে মেইন প্রজেটিভ এর সাথে লাগিয়ে দিন। ট্রাজেষ্টার এর কালেক্টর থেকে C5=2PF হয়ে এন্টেনায় লাগিয়ে দিন। এবার সারকিটটিতে দুইটি পেনসিল ব্যেটারী থেকে 3V সাপ্লাই দিন । এবার একটি FM রেডিও হাতে নিন মাক্রফোনে আস্তে আস্তে টুকা দিন । সাথে সাথে FM রেডিওটির টিউনিং নব গুরিয়ে দেখুন কোথায় মাক্রফোনর টুকার সব্দটি শুনা যায়। এখানেই টিউনিং নবটি রেখেদিন। আর মাক্রফোনে কথা বলুন মনের আনন্দে। একটি বিষয় খেয়াল রাখবেন ট্রান্জষ্টর এর কালেক্টর এ লাগানো কয়েলটিতে যদি চাপ লাগে তাহলে টিউনিং টি আবার করতে হবে। কালেক্টর এ লাগানো কয়েল টি
No comments:
Post a Comment