আপনাদের সামনে নিয়ে এলাম কম্পিউটারের Microphone সার্কিট ! এটি খুব ছোট একটি সার্কিট ! যে কেউ চাইলেই এটি তৈরী করতে পারবেন !
এর জন্য যা যা দরকার :
- একটি 10K রেজিস্ট্যান্স যার কালার বাদামী কাল কমলা সোলানী!
- একটি 220uF 25V এর পোলারিস্ট ক্যাপাসিটর !
- একটি নোন পোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104 !
- একটি 3.5mm স্টিরিও জ্যাক পিন!
- একটি MIC.
এবার নিচের চিত্রের মত করে সার্কিট তৈরী করুন !
এবার সার্কিটির Signal স্টিরিও জ্যাকের 1 নং পিনে Vcc স্টিরিও জ্যাকের 2 নং পিনে এবং G স্টিরিও জ্যাকের 3 নং পিনের সাথে সংযোগ করুন !
কাজ শেষ ! তরী হয়ে গেল 300 টাকা দামের MICROPHONE ! সমস্যা হলে আমাকে কল দিবেন ! সবাই ভাল থাকবেন !
No comments:
Post a Comment