এ ধরনের সেন্সর সুইচ এসি ও ডিসি দুই ধরনের হয়ে থাকে।
এসি সেন্সর সুইচ
এসি সেন্সর সুইচে দুইটি তার বা ক্যাবল থাকে
Brown ও Blue ।
চিএের ন্যায় সংযোগ দিতে হবে। যখন সুইচের
সামনে ম্যাটালিক কিছু আসবে তখন সংযোগ পাবে ও লোড কাজ করবে ।
আবার যখন ম্যাটালিক পদাথ সরিয়ে ফেলা হবে তখন সংযোগ বিচ্ছন্ন হবে।
ডিসি সেন্সর সুইচ
ডিসি সেন্সর সুইচ দুই প্রকার হয়ে থাকে PNP ও NPN অথ্যাৎ পজেটিভ নেগেটিভ পজেটিভ ও নেগেটিভ পজেটিভ নেগেটিভ।
ডিসি সেন্সর সুইচে তিনটি তার বা ক্যাবল থাকে Brown , Black ও Blue ।
চিএের ন্যায় সংযোগ দিতে হবে।
যখন PNP সুইচের সামনে ম্যাটালিক কিছু আসবে তখন আউটপুটে পজেটিভ ভোল্টজ পাবে ও লোড কাজ করবে।
যখন NPN সুইচের সামনে ম্যাটালিক কিছু আসবে তখন আউটপুটে নেগেটিভ ভোল্টজ পাবে ও লোড কাজ করবে।
No comments:
Post a Comment