Android এর সকল Paid app & Games ফ্রি ডাউনলোড করুন মাত্র ৪ এমবির সফটওয়্যার দিয়ে

আমরা যারা Android ব্যবহার করি তারা সকলেই কিন্তু প্লে স্টোর কিংবা অন্য কোন অ্যাপ ব্যবহার করি বিভিন্ন ধরনের সফটওয়্যার কিংবা গেইম ডাউনলোড করার জন্য। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যেগুলো আমাদের দরকার বা প্রিমিয়াম সেগুলো ডলার দিয়ে কিনে নিতে হবে। কিন্তু আমরা তো বাঙ্গালী। সব কিছু ফ্রী চাই। তাই যারা ফ্রী চান তাদের জন্য আমি নিয়ে এসেছি এমন একটা ছোট্ট সফটওয়্যার যেটা দিয়ে আপনি Android এর সকল  Paid app & Games ফ্রি ডাউনলোড করতে পারবেন। তা হলে চলুন সফটওয়্যারটা সমন্ধে জানি কিভাবে কি করতে হবে।
আমি যে সফটওয়্যার নিয়ে এসেছি সেটার নাম হল Free Store
সাধারনত এটা প্লে স্টোরে নাই। আমি পাই নি। তাই বলছি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
যাই হোক প্রথমে সফটওয়্যারটা  নিচের লিংক থেকে ডাউনলোড করুন। সাইজ কিন্তু মাত্র ৪ মেগাবাইট।

>>>Free Store ডাউনলোড লিংক<<<

কিভাবে কি করবেন?
Free Store ডাউনলোড হয়ে গেলে প্রথমেই আপনার ফোনে নিয়ে ইন্সটল করে ফেলুন।
তার পর প্লে স্টোর থেকে আপনি যে পেইড অ্যাপ ডাউনলোড করতে চান সেটা Free Store ওপেন করে search বক্সে লিখে সার্চ করুন। পেয়ে যাবেন। নিচের ছবিগুলো দেখুন। প্রথম ছবিটা প্লে স্টোরের পেইড অ্যাপ। যার মুল্য $3.29
এবার ফ্রী স্টোর ওপেন করে এটা সার্চ করুন সেখানে পেয়ে যাবেন এবং দেখবেন এই $3.29 এর মাঝখানে কাটা।
নিচের ছবিগুলো দেখুন

এটা প্লে স্টোরের স্ক্রিন শট। নিচের টা দেখুন



এটা ফ্রী স্টোরের স্ক্রিন শট। এটাতে নিচে যে ডাউনলোড লেখা আছে সেটাতে ক্লিক করলেই হবে আপনার ডাউনলোড শুরু হবে।



দেখুন আমার ডাউনলোড হচ্ছে। আশা করি কারো কোন সমস্যা হবে না।

ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ইন্সটল নিবে।
তো এই অ্যাপ সমন্ধে আজ এই পর্যন্তই।
সবাই ভাল থাকবেন।

এবার আরেকটা অ্যাপ সমন্ধে বলবো যা আপনার দরকার হতে পারে।

প্রথমেই বলছি ditto TV সমন্ধে। এটা হচ্ছে ইন্ডিয়ান টিভি চ্যানেল  zee কোম্পানী আছে সেটার সমস্ত চ্যানেল লাইভ দেখার অ্যাপ।

>>>ditto TV ডাউনলোড লিংক<<<

সাইজ মাত্র ৪ মেগাবাইট

জি এর সকল চ্যানেল এখানে আছে।আর আপনি নাম জানেন কিন্তু যদি লিস্টে চ্যানেল দেখতে না পার তাহলে আপনি চ্যানেল অ্যাড অপশনে গিয়ে এ্যড করতে পারবেন আপনার পছন্দের চ্যানেল। তাছাড়া আপনি টেন ক্রিকেট ও দেখতে পারেন।
তাহলে আজ এপর্যন্তই। সবাই ভাল থাকবে। আগামীতে আবার নতুন কোন অ্যাপ নিয়ে হাজির হব ইনশাল্লাহ।

Post a Comment

0 Comments