Thursday, March 23, 2017

নতুন জেলা ভৈরবকে নরসিংদীর এক ইঞ্চি মাটিও দেওয়া হবে না - নরসিংদী বাসী

ভৈরব কে জেলা করবা কোন সমস্যা নাই।
রায়পুরা নরসিংদী এর সাথে আমাদের রক্ত মিশে গেছে।
আমরা আমাদের বাবার ভিটা ছারতে পারবো না
ছেড়ে যাবো না না না
প্রিয় নরসিংদী বাসী,


...............................
আপনারা অবগত আছেন যে, ভৈরব কে নতুন জেলা করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। তাতে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু, আমাদের সমস্যা যখন নরসিংদীর পূর্বাঞ্চল রায়পুরা ও বেলাব উপজেলার কিছু অংশ ভৈরবের সাথে সংযুক্ত করার কথা বলে! কারণ, আমরা হারাব হাজার বছরের গৌরব ও ঐতিহ্য।
নরসিংদী আমাদের বিত্ত ও চিত্ত
..................................
পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা কারণে শিল্প নগরী হিসেবে খ্যাতি আছে। টেক্সটাইল,গার্মেন্টস,সার কারখানা......ইত্যাদি।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান,কবি শামসুর রাহমান,কবি আলাউদ্দিন আলাজাদ, শহীদ আসাদ, ভাই গিরিস চন্দ্র সেন ......আমাদের নরসিংদীর মাটির সন্তান। ওনাদের স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখার আছে।
২৫০০ বছরের বেশি পুরাতন নগরী ওয়ারী বটেশ্বর, আধুনিক স্থাপত্য শৈলী বেলাব বাজারের জামে মসজিদ দেখতে প্রতিদিন অনেক পর্যটক ভির জমাই।
ঐতিহ্যবাহী কলা, লটকন,আম,কাঁঠাল, লিচু, বিভিন্ন রকম লেবু, শাক সবজির চাষ পর্যটকদের বাড়তি আকর্ষণ।
মেঘনা,ব্রহ্মপুত্র,শীতলক্ষ্যা নরসিংদীকে ঘিরে রেখেছে নিজস্ব সংস্কৃতি দিয়ে। সত্যিই অসাধারণ একটি জেলা!!!
ভৈরবের সাথে সংযুক্ত হলে আমারা যা হারাব
..................................................................
১। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান,কবি শামসুর রাহমান ও কবি আলাউদ্দিন আলাজাদ এর বাড়ি নরসিংদীর পূর্বাঞ্চল রায়পুরায়
২। ২৫০০ বছরের বেশি পুরাতন নগরী ওয়ারী বটেশ্বর
৩। বিখ্যাত বরিবাড়ি যুদ্ধের ইতিহাস
৪। ব্রিটিশ আমলের রাজ বাড়ি
৫। ঐতিহ্যবাহী কলা, আম,কাঁঠাল,লিচু,বিভিন্ন রকম লেবু,শাক সবজির চাষের গৌরব
৬। আমাদের ভাষার বিশুদ্ধতা, যেমনঃ ভৈরবের মানুষ “খায়” কে “হায়” উচ্চারণ করে
আরও অনেক কিছু......।।
নরসিংদী বাসীকে যা করতে হবে
.................................................
১। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মানব বন্ধন, আন্দোলন ও ব্যাপক প্রচারণা
২। নরসিংদীর সুশীল সমাজ কর্তৃক ডিসি বরাবর স্মারকলিপি
৩। নরসিংদী ও ভৈরব বর্ডার এলাকাই বড় আকারের ব্যানার “আমারা নরসিংদীর ঐতিহ্য ছেড়ে যেতে চাই না”
৪। প্রয়োজনে কঠিন কর্মসূচী দিয়ে সরকারকে বাধ্য করতে হবে আমাদের প্রাণের জেলার কোন অংশ বিশেষ যেন ভৈরবের সাথে সংযুক্ত না করে।
ভৈরব যদি এতটা ভালো এলাকা হতো তাহলে কিশোরগন্জের ১৩টা উপজেলা থেকে কোন উপজেলা আসতে চাই না কেন তাদের সাথে?? বাজিতপুর ও জেলা দাবী করছে কেন??? আমরা কোন দিন যাব ভৈরববের মত বাদ শহরে।আমাদের রায়পুরা থানাতে আছে বাংলাদেশের সব চেয়ে বেশি ৫ টি রেল স্টেশন। আছে কোন জেলাতে ৫ টি রেল স্টেশন।
রায়পুরার প্রতিটি সন্তানের দায়িত্ব্য এই পোস্ট সেয়ার করা। কপি পোস্ট কর সবাই।আমরা পরাধীন হতে যাই না কোন দিন। ভৈরব জেলা না যদি বিভাগ ও করে ভৈরব এর মত অসামিজক এলাকাতে যাব না।সবাই যে যেখানে আছ সবাই প্রতিবাদ কর।
বি দ্রঃ ব্যাপক প্রচারের মাধ্যমে আমাদের অবস্থান সরকারকে স্পষ্ট করে দিন।
***সবাই লেখাটি কপি করে প্রোফাইল এ আপলোড করে সবাইকে জানিয়ে দিন ***




No comments: