Wednesday, January 21, 2015

হ্যাকারদের চোখ এবার লিংকডইনে

 ফেসবুক টুইটারের পর এবার হ্যাকারদের লক্ষ্য পেশাজীবীদের সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক লিংকডইন। অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক জানিয়েছে, ইতোমধ্যেই গ্রাহকদের তথ্য হাতিয়ে নিতে কাজ শুরু করেছে হ্যাকাররা।
আর এরই অংশ হিসেবে হ্যাকাররা ব্যবহারকারীদের কাছে ভুয়া ইমেইল পাঠাতে শুরু করেছেন। সেখানে বলা হচ্ছে, "যারা নিয়মিত তাদের লিংকডইন অ্যাকাউন্ট ব্যবহার করছেন না, তাঁদের নিরাপত্তায় কিছু নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে যা এই ইমেইলের সাথে সংযুক্ত করে দেওয়া আছে।"। মূলত এখানে গ্রাহকের তথ্য চুরি করতে ব্যবহার করা হচ্ছে ফিশিং ওয়েবসাইট যা দেখতে হুবহু লিংকডইনেরত মত। আর কেউ সেখানে তাঁদের বিস্তারিত তথ্য দেওয়ার পরপরই হ্যাকিংয়ের শিকার হচ্ছে সেটি।
আর এই হ্যাকিংয়ের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করেছে সিম্যানটেক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ফলে হ্যাকিংয়ের শিকার হতে পারে প্রায় ৩০ কোটি ব্যবহারকারী।
- See more at: http://www.priyo.com/2015/01/21/129331.html#sthash.e83bMoYN.dpuf

No comments: