Wednesday, January 21, 2015

মাউসের মধ্যেই কম্পিউটার

কম্পিউটারের ভবিষ্যৎ কী? এ প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে একটি পোলিশ স্টার্টআপ প্রতিষ্ঠানও। আর এর উত্তর হিসেবে প্রতিষ্ঠানটি তৈরি করেছে একটি বিশেষ মাউস যা একইসাথে একটি কম্পিউটারও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটাই কম্পিউটারের ভবিষ্যৎ।
মাউসবক্স নামক এই ডিভাইসটি দেখতে একটি মাউসের মতোই। কিন্তু এর ভেতর রয়েছে নজরকাড়া সব প্রযুক্তি। রয়েছে ১২৮ জিবি স্টোরেজ, কোয়াড কোর এআরএম কর্টেক্স প্রসেসর এবং মিনি-এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই পোর্ট কোণ ডিসপ্লের সাথে যুক্ত করলেই সেটি পরিণত হবে কম্পিউটারে। এছাড়া এতে থাকছে ওয়াইফাই সুবিধাও।
শীঘ্রই এই কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বাণিজ্যিকভিত্তিতে এই কম্পিউটার তৈরি করার জন্য বিনিয়োগকারী খুঁজছে প্রতিষ্ঠানটি।

No comments: