Wednesday, January 21, 2015

২০১৪ সালের সকল পাসওয়ার্ড

যারা অনলাইনে খান, অনলাইনেই ঘুমান, এমনকি স্বপ্ন দেখার কাজটিও অনলাইনে করেন, তাদের জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। কেবল একটি পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখা যায় হাজারও তথ্য, আবার একটি পাসওয়ার্ডের কারণেই ঘটতে পারে অনেক বিপত্তি।
২০১৪ সালে ব্যবহৃত পাসওয়ার্ড থেকে বিচার বিশ্লেষণ করে সবচেয়ে বাজে এবং দুর্বল পাসওয়ার্ডের একটি তালিকা তৈরি করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ফার্ম স্প্ল্যাশডেটা। এই তালিকা তৈরি করতে প্রতিষ্ঠানটি বিশ্লেষণ করেছে প্রায় ৩০ লাখ পাসওয়ার্ড যা গত বছর অনলাইনে ফাঁস হয়েছিল।
তালিকা থেকে দেখা গিয়েছে, সবচেয়ে কমন একটি পাসওয়ার্ড হল '123456' এবং এরপরেই আছে 'password'। এছাড়া অতিব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় আরও আছে কমন কিছু শব্দ।
এক নজরে সবচেয়ে বাজে ২৫টি পাসওয়ার্ড:
১. 123456
২. password
৩. 12345
৪. 12345678
৫. qwerty
৬. 234567890
৭. 1234
৮. baseball
৯. dragon
১০. football
১১. 1234567
১২. monkey
১৩. letmein
১৪. abc123
১৫. 111111
১৬. mustang
১৭. access
১৮. shadow
১৯. master
২০. michael
২১. superman
২২. 696969
২৩. 123123
২৪. batman
২৫. trustno1

No comments: