Joomla 2.5 টিউটোরিয়াল (পর্ব-৩)
আজ আমরা শিখব, কাটোগরি কিভাবে তৈরি করতে হয় এবং এর কাজ কি ?
কাটোগরি হুচ্ছে, আপনার ওয়েবসাইট এর যে সব মেনু এবং আর্টিকেল থাকবে সেগুলোকে একটি গ্রুপ আকারে সাজানোকেই বোঝায় । যেমন আপনার ওয়েবসাইট যদি স্পোর্টস বিষয়ক হয়, তাহলে এখানে ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি কাটোগরি থাকতে পারে ।
নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল, জুমলা ২.৫ এ কিভাবে কাটোগরি তৈরি করতে হয় এবং এর কাজ কি ।
Step-1. প্রথমে আপনার সাইট এর কন্ট্রোল পানেলে যান আগের নিয়মে । ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । এখন Content মেনু থেকে Category Manager মেনুতে দেখুন Add New Category এখনে ক্লিক করুন ।
Step-2. নতুন পেজ আসলে এখান থেকে আপনি যদি ক্রিকেট বিষয়ক কাটোগরি বানাতে চান তাহলে Title এ লিখুন Cricket, Status : Published মানে সাইট ভিসিটররা এই কাটোগরির বিষয় বস্তু দেখতে পাবে, Access : Public মানে সবাই দেখতে পাবে । Description ইচ্ছা হলে দিতে পারেন । না দিলে সমস্যা নেই । এখনে আর কিছু করতে হবে না । এখন Save & Close বাটনে ক্লিক করুন ।
Step-3. এখন দেখুন আপনার কাটোগরিটি তৈরি হয়ে গেছে ।
সবাইকে অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই । পরের পর্বে আমরা দেখব কিভাবে কাটোগরির মধ্যে আর্টিকেল রাখতে হয় ।
No comments:
Post a Comment