oomla 2.5 টিউটোরিয়াল (পর্ব-৫)
আজ আমরা শিখব কিভাবে মেনু তৈরি করতে হয় এবং এতে আর্টিকেলের লিংক কিভাবে দিতে হয় ?
তার আগে জেনে নেই মেনু কি?
আপনার সাইট এর কনটেন্ট গুলকে প্রদর্শন ও সারিবদ্ধ ভাবে সাজানোর জন্য যে মাধ্যম তৈরি করতে হয় তাকেই আমরা মূলত মেনু বলে বুঝি ।
নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল, জুমলা ২.৫ এ কিভাবে মেনু তৈরি করতে হয় এবং এতে কিভাবে আর্টিকেল এর লিংক দিতে হয় ।
Step-1. প্রথমে আপনার সাইট এর কন্ট্রোল পানেলে যান আগের নিয়মে । ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । এখন Menus মেনুর Main Menu থেকে Add New Menu Item এ ক্লিক করি ।
Step-2. এখন নতুন পেজ আসলে এখান থেকে Menu Item Type এর Select বাটনে ক্লিক করুন । এখন নতুন আরেকটি পেজ আসলে, আপনি কোন টাইপ এর মেনু তৈরি করতে চান সেটা সিলেক্ট করুন । আর্টিকেল এর জন্য Single Article সিলেক্ট করুন । Menu Title এ আপনার মেনুর নাম লিখুন ।এখন এই মেনুতে একটি আর্টিকেল লিংক করার জন্য Select Article এর বক্সের পাশ থেকে Select/Change বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল টি সিলেক্ট করে দিন । এখন ডান পাশের উপরের দিক থেকে Save & Close বাটনে ক্লিক করে মেনুটি সেভ করুন ।
Step-3. এখন ডান পাশের উপরের দিক থেকে View Site এ ক্লিক করুন দেখুন আপনার আর্টিকেল টি সাইট এ প্রদর্শিত হচ্ছে ।
সবাইকে অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই । পরের পর্বে আমরা দেখব কন্টাক্ট পেজ কিভাবে তৈরি করতে হ
No comments:
Post a Comment